ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
Sharenews24

টাইফয়েড টিকা নিয়ে যে তথ্য দিলেন অধ্যাপক সায়েদুর

২০২৫ অক্টোবর ২৩ ১৮:১৬:২৭
টাইফয়েড টিকা নিয়ে যে তথ্য দিলেন অধ্যাপক সায়েদুর

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী চার কোটি ৯০ লাখ শিশুকে টিকাদান করার লক্ষ্যে ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। এরইমধ্যে গতকাল পর্যন্ত প্রায় এক কোটি ৫০ লাখ শিশুকে টিকা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইপিআই, ইউনিসেফ বাংলাদেশ ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই টিকা সৌদি আরবের হালাল সেন্টার কর্তৃক হালাল হিসেবে প্রত্যয়িত।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা এই টিকার কার্যকারিতা ও নিরাপত্তা পরীক্ষায় স্বীকৃতি দিয়েছেন। তাই প্রতিটি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া অত্যন্ত জরুরি।

সরকার সম্পূর্ণ বিনামূল্যে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ এর মাধ্যমে মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং কমিউনিটির শিশুকে টিসিভি (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) এক ডোজে টিকাদান করছে।

২০২৫ সালের ১৩ নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। ডিএইচআইএস২ মাইক্রোপ্ল্যান অনুযায়ী, মোট টিকা প্রদানের লক্ষ্যমাত্রা প্রায় ৪ কোটি ৩৭ লাখ। এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে