ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
Sharenews24

আধুনিকায়নে স্কয়ার ফার্মার বড় উদ্যোগ

২০২৫ অক্টোবর ২৩ ১৫:৩৯:১৬
আধুনিকায়নে স্কয়ার ফার্মার বড় উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ২০২৪–২৫ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে। এতে কোম্পানির বিনিয়োগকারীদের জন্য ১২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে ৬৫০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির বোর্ড।

বুধবার (২২ অক্টোবর) কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির কারখানা সামঞ্জস্য, আধুনিকায়ন, পুনর্বাসন ও সম্প্রসারণ (BMR&E) প্রকল্পে ৬৫০ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দিয়েছে বোর্ড। এতে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত আধুনিকীকরণে বড় ধরনের অগ্রগতি আসবে বলে আশা করা হচ্ছে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস ২০২৪–২৫ অর্থ বছরে সমন্বিতভাবে কর-পরবর্তী নিট মুনাফা করেছে ২,৩৯৭ কোটি টাকা, যা কোম্পানির ইতিহাসে সর্বোচ্চ।এই মুনাফা বেড়েছে মূলত সহযোগী প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি ও শেয়ারবাজার ও আর্থিক খাতে সফল বিনিয়োগের কারণে।

এককভাবে কোম্পানির নিট মুনাফা দাঁড়িয়েছে ১,৪৭৪ কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় ৮৫ কোটি টাকা কম। তবে এই সময় শেয়ারবাজার ও আর্থিক খাতে বিনিয়োগ করে ১৫৬ কোটি টাকা বেশি মুনাফা অর্জন করেছে কোম্পানিটি।

রেকর্ড মুনাফার কারণে বোর্ড কোম্পানির ইতিহাসে সর্বোচ্চ ১২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।এর ফলে মোট ১,০৬৪ কোটি টাকা ডিভিডেন্ড হিসেবে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা হবে।

এর মধ্যে—উদ্যোক্তা–পরিচালকরা পাবেন ৪৬৪ কোটি টাকা (মোট শেয়ারের ৪৪%),সাধারণ বিনিয়োগকারীরা পাবেন ২৮৫ কোটি টাকা,বিদেশি বিনিয়োগকারীরা পাবেন ১৬১ কোটি টাকা,প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পাবেন ১৫৪ কোটি টাকা

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে