ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
Sharenews24

এনসিপি-জামায়াত দ্বন্দ্বের পেছনের কারণ 

২০২৫ অক্টোবর ২০ ১৮:২৮:১২
এনসিপি-জামায়াত দ্বন্দ্বের পেছনের কারণ 

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের বিষয়ে মতানৈক্য ও আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নিয়ে ভিন্ন অবস্থানের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মধ্যে দূরত্ব বাড়ছে। সম্প্রতি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের এক ফেসবুক পোস্টে জামায়াতের বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রতারণা’ ও ‘চাতুরীর’ অভিযোগ আনা হলে বিষয়টি নতুন মাত্রা পায়।

জুলাই সনদে স্বাক্ষর না করতে জামায়াতকে একাধিকবার অনুরোধ করে এনসিপি। এনসিপির মতে, এই ‘বিরত থাকা’ ছিল সরকার ও বিএনপির ওপর রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল। তবে জামায়াত এ কৌশলের অংশ হতে রাজি হয়নি।

জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা বলেন, "সনদ বাস্তবায়নের কোনও পদ্ধতি না থাকায় তা অপূর্ণ। তবু আমরা মনে করেছি, স্বাক্ষর না করলে সনদের গুরুত্ব নষ্ট হবে। তাই স্বাক্ষর করেছি।"

এনসিপির নেতারা বলছেন, ঐকমত্য কমিশনের সংলাপে জামায়াতের পক্ষে বারবার অবস্থান নেওয়ার পরও দলটি প্রতিশ্রুতি রক্ষা করেনি। এনসিপির মূল দাবি ছিল—সংবিধান সংস্কারের জন্য আগামী সংসদকে গণপরিষদ হিসেবে ঘোষণা। জামায়াত তা সমর্থন করেনি।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “জামায়াত বলেছিল আইনি ভিত্তি ছাড়া সনদে স্বাক্ষর দেবে না। কিন্তু শেষ পর্যন্ত স্বাক্ষর করেছে। এতে প্রমাণ হয়, তাদের সংলাপে অংশগ্রহণ ছিল রাজনৈতিক প্রতারণা।”

প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি (পিআর) নিয়ে শুরু হওয়া আন্দোলনে জামায়াত নেতৃত্ব গ্রহণ করলে এনসিপি, এবি পার্টি এবং গণঅধিকার পরিষদ সরে দাঁড়ায়। তারা যুক্তি দেয়, জামায়াতের সঙ্গে মঞ্চ ভাগ করলে ‘ডানপন্থী তকমা’ এড়ানো সম্ভব হবে না।

নাহিদ ইসলাম তার পোস্টে আরও অভিযোগ করেন, জামায়াতের পিআর আন্দোলন মূলত সংস্কার প্রক্রিয়া বানচাল করার জন্য একটি ‘পরিকল্পিত রাজনৈতিক চাতুরী’। তিনি বলেন, “জাতীয় সংলাপকে জনগণের গণঅভ্যুত্থানের প্রকৃত প্রশ্ন থেকে সরাতে এটি করা হয়েছে।”

জামায়াতের নায়েবে আমির হামিদুর রহমান আযাদ সমকালকে বলেন, “তরুণদের দল এনসিপি যা ইচ্ছা বলতেই পারে। আমরা দায়িত্বশীল দল হিসেবে কারও বিষয়ে অযাচিত মন্তব্য করব না। এমন কোনো অবস্থানও নেব না, যা সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়াকে ঝুঁকিতে ফেলে।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে