ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
Sharenews24

শেখ হাসিনা খালাস পাবেন: আইনজীবী 

২০২৫ অক্টোবর ২০ ১৭:৫৩:৩১
শেখ হাসিনা খালাস পাবেন: আইনজীবী 

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন মনে করেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলা থেকে খালাস পাবেন। তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ভিত্তিহীন দাবি করেছেন।

মো. আমির হোসেন বলেন, “শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি। তার বিরুদ্ধে আনা চার্জগুলো সঠিক নয়। প্রসিকিউশন সাক্ষ্য-প্রমাণ দিয়ে এসব প্রমাণ করতে পারেনি। তাই তারা দুজনই খালাস পাবে বলে আমার প্রত্যাশা।”

সোমবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। একই দিনে ট্রাইব্যুনাল-১ এর সামনে শেখ হাসিনা ও কামালের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আমির হোসেন।

সাংবাদিকদের প্রশ্ন ছিল, আসামিদের সঙ্গে কোনো যোগাযোগ হয় কি না? এ বিষয়ে তিনি বলেন, “না, শেখ হাসিনা বা কামালের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। আইনগতভাবে এ ধরনের যোগাযোগের সুযোগ বা নিয়ম নেই। উনি যদি স্বেচ্ছায় হাজির হন বা ধরা দেন, তখনই যোগাযোগ সম্ভব হবে।”

গত ১৬ অক্টোবর পর্যন্ত প্রসিকিউশন টানা পাঁচ দিন ধরে যুক্তিতর্ক উপস্থাপন করে। সেই সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম হাসিনা-কামালের মৃত্যুদণ্ড দাবি করেন। এছাড়াও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের শাস্তির বিষয়ে আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করার কথা জানান।

প্রসিকিউশনের যুক্তিতর্কে একাত্তর-পরবর্তী আওয়ামী লীগের ইতিহাস এবং ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত শেখ হাসিনার সরকারের শাসনামলের বিবরণ তুলে ধরা হয়। গুম-খুন ও হত্যাযজ্ঞসহ বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয় মামলার গুরুত্ব বিবেচনায়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে