ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
Sharenews24

সূচকের বড় উত্থান, একদিনেই ফিরেছে ১৬ হাজার কোটি টাকা

২০২৫ অক্টোবর ২০ ১৫:১৬:২২
সূচকের বড় উত্থান, একদিনেই ফিরেছে ১৬ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ধারাবাহিক পতন কাটিয়ে অবশেষে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের শেয়ারবাজার। আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবারের উত্থানে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা ফিরতে শুরু করেছে। এই উত্থানকে 'ডিভিডেন্ড মৌসুমে বাজারের প্রত্যাশিত প্রত্যাবর্তন' হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্ট ও বিনিয়োগকারীরা, যা আগামী দিনগুলোতে বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে লাগাতার দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আস্থা সঙ্কট তৈরি হয়েছিল। সেই পতনের ধারায় গত ৪ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছিল প্রায় ১৮৩ পয়েন্ট। তবে, আজ সোমবার (২০ অক্টোবর) একদিনেই সূচক ফিরেছে প্রায় ৬৭ পয়েন্ট।

ধারাবাহিক পতনের ফলে গত ৪ কর্মদিবসে শেয়ারবাজারের বাজার মূলধন কমেছিল ২৪ হাজার ৭৫৫ কোটি ৯৩ লাখ টাকা। সেখানে আজ একদিনের উত্থানেই বাজার মূলধন ফিরেছে ১৬ হাজার ৩৫৫ কোটি ৬ লাখ টাকা।

আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৭.২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১১১.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বেড়েছে ১৮.৮৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৭.৬৫ পয়েন্ট।

আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩০০টির দর বেড়েছে, ৫৩টির দর কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।

তবে সূচক ও বাজার মূলধন বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কমেছে। ডিএসইতে আজ ৩৯৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত সাড়ে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৪৪৪ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ, আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৪৭ কোটি ৭৬ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের (১০ কোটি ৭০ লাখ টাকা) চেয়ে বেড়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২১১টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির দর বেড়েছে এবং ৯৪টির দর কমেছে। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮.৮৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৯২.৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

তহা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে