ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
Sharenews24

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যারা এলেন 

২০২৫ অক্টোবর ১৭ ১৭:২৯:৫০
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যারা এলেন 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান আজ শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

আইন উপদেষ্টা: ড. আসিফ নজরুল

সংস্কৃতি উপদেষ্টা: মোস্তফা সরয়ার ফারুকী

জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি: ড. আলী রীয়াজ

এছাড়া অংশগ্রহণকারী রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন:

বিএনপি: মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

জামায়াতে ইসলামী: সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

নাগরিক ঐক্য: সভাপতি মাহমুদুর রহমান মান্না

এবি পার্টি: চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

গণসংহতি আন্দোলন: প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি

ইসলামী আন্দোলন বাংলাদেশ: প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সিপিবি–বাসদসহ চারটি বামপন্থী দল অংশ নেয়নি। তারা সনদের বিভিন্ন ধারায় আপত্তি জানিয়ে অনুষ্ঠান বর্জন করে।

অন্যদিকে, একই সময়ে জাতীয় সংসদ ভবনের বাইরে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে তিন দফা দাবি জানান। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়।

সংঘর্ষের সময় যা ঘটেছে:

দুপুর ১:২৬ মিনিটের দিকে সংঘর্ষ শুরু হয়।

বিক্ষোভকারীরা গেট টপকে মঞ্চে প্রবেশ করে অতিথিদের চেয়ারে বসে স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি উত্তপ্ত হলে তারা সংসদ এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও এপিবিএন সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

পুরো সংসদ ভবন পুলিশ, র‍্যাব ও সেনা মোতায়েন করে ঘিরে ফেলা হয়েছে।

সকাল থেকেই ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীরা দক্ষিণ গেট এলাকায় অবস্থান নেন। পরে মঞ্চ এলাকা দখলের চেষ্টা চালালে পুলিশ বাধা দেয়।

জুলাই যোদ্ধারা দাবি করছেন, তাদের আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনগত সুরক্ষা এবং জুলাই সনদে অন্তর্ভুক্তি নিশ্চিত না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সনদে কিছু সংশোধনের চিন্তা করা হচ্ছে, তবে তাৎক্ষণিক পরিবর্তন সম্ভব নয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে