ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ‘মার্চ টু যমুনা’

২০২৫ অক্টোবর ১৫ ১৭:২৯:৩১
আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ‘মার্চ টু যমুনা’

নিজস্ব প্রতিবেদক: আজকের মধ্যে সরকারের পক্ষ থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবিসমূহ মেনে প্রজ্ঞাপন না দিলে, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে আগামীকাল দাখিল পরীক্ষাসহ সব পরীক্ষা ও ক্লাস বন্ধ থাকবে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বুধবার শাহবাগ মোড়ে এই ঘোষণা দেন। তিনি বলেন, আন্দোলনে শ্রম ও আবেগ জড়িয়ে রয়েছে এবং প্রশাসনের সঙ্গে হাতাহাতি করা হবে না, বরং সহযোগিতার মাধ্যমে দাবি বাস্তবায়নের চেষ্টা করা হবে। গত রোববার থেকে শুরু হওয়া আন্দোলনে শিক্ষকরা ক্লাসে প্রবেশ না করে অফিস বা লাউঞ্জে অবস্থান করছেন।

তারা ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। সোমবার পুলিশি বাধার পর আন্দোলনে উত্তেজনা বেড়েছিল, এরপর শিক্ষকেরা শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। এ পর্যন্ত আন্দোলন চলতে থাকবে এবং সরকারের কাছ থেকে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত তারা ক্লাস ও পাঠদান বন্ধ রাখবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে