ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

১৪ অক্টোবর থেকে নতুন ভোজ্যতেলের দাম

২০২৫ অক্টোবর ১৪ ১০:৩৯:৫৫
১৪ অক্টোবর থেকে নতুন ভোজ্যতেলের দাম

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি পেয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৮৯ টাকা।

সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৈঠকের পর নতুন দাম ঘোষণা করা হয়।

নতুন দর অনুযায়ী, খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা করা হয়েছে। একইভাবে, খোলা পাম তেলের দামও বাড়ানো হয়েছে এবং এখন থেকে তা লিটারে ১৬৩ টাকা বিক্রি হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে এই মূল্যস্ফীতি কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও ১৩ এপ্রিল বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে