ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

বিকাশ-নগদ-রকেটে টাকা পাঠাতে নভেম্বর থেকে গুনতে হবে মাশুল

২০২৫ অক্টোবর ১৪ ১০:২৫:৩৪
বিকাশ-নগদ-রকেটে টাকা পাঠাতে নভেম্বর থেকে গুনতে হবে মাশুল

নিজস্ব প্রতিবেদক : নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল আর্থিক ব্যবস্থা আরও শক্তিশালী করতে আগামী ১ নভেম্বর থেকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে সরাসরি অর্থ লেনদেনে মাশুল (ফি) বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৩ অক্টোবর) জারি করা এক সার্কুলারে জানানো হয়, ‘ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ’ (এনপিএসবি) প্ল্যাটফর্মের আওতায় বিকাশ, নগদ, রকেটসহ সব এমএফএস, ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) সংযুক্ত থাকবে। এর ফলে তাৎক্ষণিকভাবে ব্যাংক থেকে এমএফএসে কিংবা এমএফএস থেকে ব্যাংকে টাকা স্থানান্তর করা যাবে।

কোন লেনদেনে কত মাশুল?

ব্যাংক → এমএফএস: ০.১৫%

পিএসপি → এমএফএস: ০.২০%

এমএফএস → ব্যাংক: ০.৮৫%

উদাহরণস্বরূপ, ১ হাজার টাকা ব্যাংক থেকে বিকাশ বা নগদে পাঠাতে সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা,পিএসপি থেকে পাঠাতে ২ টাকা,আর এমএফএস থেকে ব্যাংকে পাঠাতে গুনতে হবে ৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই ফি শুধুমাত্র প্রেরকের হিসাব থেকে কাটা হবে। প্রাপকের ওপর কোনো অতিরিক্ত চার্জ আরোপ করা যাবে না।

বাংলাদেশ ব্যাংক বলছে, এই পদক্ষেপ দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও স্বচ্ছ করবে। একই সঙ্গে ‘ক্যাশলেস সোসাইটি’ গঠনের পথকে ত্বরান্বিত করবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে