ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

শীত নিয়ে এবার যে বার্তা দিলো আবহাওয়া অফিস

২০২৫ অক্টোবর ১৪ ১০:১৭:০৬
শীত নিয়ে এবার যে বার্তা দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ চার মাসের টানা ঝড়বৃষ্টির পর চলতি বছরের বর্ষা মৌসুম শেষ হতে চলেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আর কয়েকদিনের মধ্যেই পশ্চিমা মৌসুমি বায়ু বিদায় নেবে, যার অর্থ এ বছরের দীর্ঘতম বর্ষা মৌসুম শেষ হতে চলেছে।

তবে, এরপর বাংলাদেশে একাধিক শৈত্যপ্রবাহ আসছে, যার ফলে চলতি বছর হাড়কাঁপানো শীত পড়তে চলেছে। দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে পঞ্চগড়ে, ইতোমধ্যেই শীতের আগমনী বার্তা ধরা দিচ্ছে, যেখানে মাঝে মাঝেই হালকা থেকে ভারী কুয়াশায় পথঘাট ঢাকা থাকছে।

আবহাওয়া অধিদপ্তরের তিন মাসব্যাপী দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী, আগামী মাসগুলোতে দেশ একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হতে পারে। অক্টোবর মাসের পূর্বাভাসে বলা হয়েছে যে, দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসাথে, বঙ্গোপসাগরে তিন থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি থেকে দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

অক্টোবর মাসের প্রথম অর্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে বিদায় নেবে। তাই, এই সময়ের মধ্যে সারাদেশে তিন থেকে ছয় দিন মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টি এবং চার থেকে আট দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে যে, অক্টোবর মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে, তবে তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী, অক্টোবরের শেষ ভাগে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিলেই শীতের আমেজ আরও বেড়ে যাবে। বিশেষ করে, ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে