ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

নাসীরুদ্দীন পাটওয়ারীর হুমকি, পাল্টা জবাব মির্জা ফখরুলের

২০২৫ অক্টোবর ১০ ১৭:১১:৫৭
নাসীরুদ্দীন পাটওয়ারীর হুমকি, পাল্টা জবাব মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দিলে ধানের শীষ প্রতীক বাতিলের হুমকি দেয়ার মন্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, “ভাই, আমরা তো তোমাদের প্রতীকে কোনো বাধা দিইনি। প্রতীক কারা পাবে, তা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। তাহলে ধানের শীষ নিয়ে এই অপ্রয়োজনীয় টানাটানি কেন?”

বিএনপি মহাসচিব দাবি করেন, ধানের শীষ প্রতীক জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং দেশের বিভিন্ন স্থানে এর স্লোগান উঠছে। তিনি বলেন, “এই প্রতীককে থামানোর অপচেষ্টা চলছে। যদি ধানের শীষ বিজয়ী হয়, তাহলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করছিল, তাদের পালিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, “যতই সংস্কার হোক, নতুন কৌশল খুঁজে বের করুক বুদ্ধিজীবীরা, নির্বাচন না হওয়া পর্যন্ত গণতন্ত্র ফিরে আসা কঠিন।”

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টির নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “নির্বাচন কমিশনের সামনে এখন দুটি পথ খোলা আছে—এক, আমাদের শাপলা প্রতীক দিতে হবে; অথবা ধানের শীষ ও সোনালি আঁশ প্রতীক তালিকা থেকে বাদ দিতে হবে।”

নাসীরুদ্দীন আরও জানান, শাপলা প্রতীক নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং আইনি কোনো বাধা নেই।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে