ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

উত্তাল পদ্মা ব্লোয়িং, আটকে রাখা হলো কর্তৃপক্ষকে

২০২৫ অক্টোবর ১০ ১৪:২১:৫৪
উত্তাল পদ্মা ব্লোয়িং, আটকে রাখা হলো কর্তৃপক্ষকে

নিজস্ব প্রতিবেদক : বরিশালের পদ্মা ব্লোয়িং লিমিটেডে শ্রমিক অসন্তোষ চরম আকার ধারণ করেছে। বহিরাগতদের হামলার অভিযোগে ক্ষুব্ধ শ্রমিকরা প্রতিষ্ঠানটির আটজন কর্মকর্তাকে প্রায় ১৮ ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কারখানার মূল ফটকে পদ্মা ব্লোয়িং শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক নয়নসহ অন্তত ৪-৫ জন শ্রমিকের ওপর হামলা চালায় একদল বহিরাগত। আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শ্রমিকদের দাবি, এই হামলার পেছনে মালিকপক্ষ ও কোম্পানির কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদ রয়েছে। তারা বলছেন, হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং কর্মকর্তারা অবরুদ্ধই থাকবেন।

শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি বেল্লাল হোসেন বলেন,“আমরা সম্প্রতি শ্রমিক ইউনিয়নের নিবন্ধন পেয়েছি, যা মালিকপক্ষ মেনে নিতে পারছে না। তাই বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।”

আন্দোলনকারী আরেক শ্রমিক সোহাগ বলেন,“অবরুদ্ধ ৭-৮ জন কর্মকর্তা হামলাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং মিলে-মিশে চলতেন। তাদের ছাড়া কাউকে বিশ্বাস করা যাচ্ছে না।”

অবরুদ্ধদের মধ্যে কর্মকর্তা ইকবাল হোসেন জানান,“বৃহস্পতিবার রাতে ডিউটি শুরু করতে এসেছিলাম। কিন্তু এরপর থেকে আমাদের আটকে রাখা হয়েছে। আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি।”

আরেক কর্মকর্তা আরিফুর রহমান বলেন,“এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তবুও আমাদের আটকে রাখা হয়েছে, এটা অন্যায়।”

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন,“শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। একটি পক্ষ অভিযোগ দেওয়ার কথা জানিয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

একাধিক সূত্র জানিয়েছে, শ্রমিকরা বর্তমানে দুটি গ্রুপে বিভক্ত। সম্প্রতি একটি পক্ষ শ্রমিক ইউনিয়নের নিবন্ধন পেয়ে গেলে বিরোধ আরও তীব্র হয়, যা শেষ পর্যন্ত সহিংসতায় গড়ায়। ওই ঘটনার জেরেই এক পক্ষ ভাঙচুর চালিয়ে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে।

পদ্মা ব্লোয়িং লিমিটেড দেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মা লিমিটেডের একটি সহায়ক কোম্পানি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে