ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ডাক

২০২৫ অক্টোবর ০৯ ১২:৪২:৫৬
১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ডাক

নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রামের বাঙালি সম্প্রদায়ের ৮ দফা দাবি আদায়ে ১৩ অক্টোবর (সোমবার) বান্দরবান জেলায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বান্দরবানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,“বাঙালি সম্প্রদায় দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে নানা বৈষম্যের শিকার হয়ে আসছে। তাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ৮ দফা দাবি উত্থাপন করা হয়েছে।”

এই দাবিগুলোর প্রতি সাধারণ জনগণেরও সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বান্দরবান জেলার সর্বস্তরের নাগরিকদের হরতালে অংশ নেওয়ার আহ্বান জানান।

৮ দফা দাবি সংক্ষেপে:

১. পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিল করে তিন পার্বত্য জেলায় সংবিধানভিত্তিক শাসনব্যবস্থা চালু।

২. জমি ক্রয়-বিক্রয়, চাকরি ও শিক্ষাক্ষেত্রে রাজার সনদ ব্যবস্থা বাতিল।

৩. অন্যান্য জেলার মতো ভূমি ব্যবস্থাপনায় সমতা আনয়ন।

৪. বাজার ফান্ড পুটের লিজ মেয়াদ ৯৯ বছরে উন্নীত ও বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালু।

৫. ইটভাটা, কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের অনুমোদন।

৬. পুনরায় সেনা ক্যাম্প স্থাপন করে নিরাপত্তা নিশ্চিতকরণ।

৭. অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ ও শান্তি প্রতিষ্ঠা।

৮. শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও চাকরিতে বৈষম্য দূর করে সমানাধিকার নিশ্চিত।

হরতালের আওতার বাইরে যেসব সেবা:

সরকারি অফিস-আদালত ও কর্মকর্তাদের গাড়ি

অ্যাম্বুলেন্স ও ওষুধের দোকান

খাবারের দোকান

আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহন

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পরিবহন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শাহজালাল, বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম, সেক্রেটারি মো. নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে