ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

৩৬ কোটি টাকার শেয়ার উপহার দিলেন মির্জা আব্বাসের ছেলে

২০২৫ অক্টোবর ০৫ ১৬:৫০:২১
৩৬ কোটি টাকার শেয়ার উপহার দিলেন মির্জা আব্বাসের ছেলে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তার মা আফরোজা আব্বাসকে শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি ব্যাংকের প্রায় ৩৬ কোটি টাকার শেয়ার উপহার দিয়েছেন। রোববার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে দেওয়া এক ঘোষণায় এই তথ্য জানানো হয়।

ঘোষণায় বলা হয়েছে, মির্জা ইয়াসির আব্বাস তার মাকে ব্যাংকের মোট ৩ কোটি ১৩ লাখ শেয়ার উপহার দিচ্ছেন। আজকের বাজারমূল্যে প্রতিটি শেয়ারের দাম ১১ টাকা ৫০ পয়সা হওয়ায়, এই শেয়ারের মূল্য প্রায় ৩৬ কোটি টাকা।

ডিএসইর ঘোষণা অনুযায়ী, আফরোজা আব্বাস নিজেও ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা হলেও বর্তমানে তিনি পরিচালনা পর্ষদে নেই। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানির পরিচালক হতে হলে সেই পরিচালকের হাতে কোম্পানির কমপক্ষে দুই শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক।

মির্জা ইয়াসির আব্বাসের দেওয়া এই শেয়ার ব্যাংকের মোট শেয়ারের প্রায় ৩ শতাংশ। ফলে, এই শেয়ার উপহারের মাধ্যমে আফরোজা আব্বাস ভবিষ্যতে ব্যাংকের পরিচালক হতে পারবেন। ব্যাংক সংক্রান্ত সূত্র জানায়, মাকে পরিচালনা পর্ষদে নেওয়ার উদ্দেশ্যেই এই শেয়ার উপহার দেওয়া হচ্ছে।

২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ব্যাংকের শেয়ারের ৪৪ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে। ব্যাংকের প্রতিষ্ঠাতা উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার স্ত্রী আফরোজা আব্বাস।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে