ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫
Sharenews24

সোনার অর্থে ফ্ল্যাট ও দোকান কেনেন শ্যাম, এরপর যা ঘটল

২০২৫ অক্টোবর ০১ ১৫:৩৩:৩৪
সোনার অর্থে ফ্ল্যাট ও দোকান কেনেন শ্যাম, এরপর যা ঘটল

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে সোনা চোরাচালানের মাধ্যমে উপার্জিত প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। অভিযুক্ত ব্যক্তির নাম শ্যাম ঘোষ।

বুধবার (১ অক্টোবর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, শ্যাম ঘোষ মূলত একজন স্বর্ণ ব্যবসায়ী। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকার সূত্রাপুরে বাবার হোটেলে কাজ করতেন। পরে বিভিন্ন স্বর্ণের দোকানে চাকরির আড়ালে চোরাই সোনার কারবার শুরু করেন।

বৈধ কাগজপত্র ছাড়াই সোনা কেনাবেচার মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তোলেন তিনি।

তদন্তে উঠে আসে, চোরাই সোনার অর্থে তিনি রাজধানীর বিভিন্ন স্থানে দোকান ও ফ্ল্যাট কিনেছেন। জব্দকৃত সম্পত্তির মধ্যে রয়েছে:

যমুনা ফিউচার পার্ক (৬ষ্ঠ তলা, সি-ব্লক):দোকান নং 5C-054, 5C-055, 5C-056

রেস্টুরেন্ট: Indian Domestic Spy

কোতোয়ালি থানার ওয়াইজঘাট:বাবুলী স্টার সিটি ভবনের ৫ম তলায় ফ্ল্যাট (ফ্ল্যাট নং ৪/সি)

স্বামীবাগ:স্বর্ণচাপা ভবনের ৬ষ্ঠ তলায় শ্যাম ও তার ভাইয়ের যৌথ মালিকানাধীন ফ্ল্যাট (ফ্ল্যাট নং এ-৬)

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স:ব্লক-বি, লেভেল-৫-এ ‘নন্দন জুয়েলার্স’ নামের স্বর্ণের দোকান

২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালত এসব সম্পত্তি ক্রোকের আদেশ দেন। সম্পত্তিগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপি কমিশনারকে, যিনি রিসিভার হিসেবে নিয়োগ পেয়েছেন।

সিআইডি জানিয়েছে, সোনা চোরাচালান ও মানি লন্ডারিং-সংক্রান্ত এই মামলার তদন্ত চলমান রয়েছে।

এর আগে, ২০২২ সালের ৯ জানুয়ারি রাজধানীর কোতোয়ালি থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শ্যাম ঘোষের বিরুদ্ধে মামলা নং-১২ রুজু করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে