ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫
Sharenews24

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

২০২৫ অক্টোবর ০১ ১১:৩৬:২৭
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবিত সর্বশেষ গাজা শান্তি পরিকল্পনার খসড়া শিগগিরই মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। তিনি এই ঘোষণা দেন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সুমুদ নুসান্তারা কমান্ড সেন্টার পরিদর্শনের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে।

প্রধানমন্ত্রী আনোয়ার বলেন, বর্তমান পরিস্থিতিতে সহিংসতা বন্ধ, জরুরি মানবিক সহায়তা নিশ্চিত এবং ফিলিস্তিনের স্বাধীনতা প্রতিষ্ঠা করা—এই তিনটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে অধিকাংশ আরব দেশ একমত। তবে, তিনি এ নিয়েও সন্দেহ প্রকাশ করেন যে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা ফিলিস্তিনি জনগণের ন্যায়বিচারের আকাঙ্ক্ষা পুরোপুরি প্রতিফলিত করতে পারবে কিনা।

তবুও প্রধানমন্ত্রী স্বীকার করেন, এই প্রস্তাবটি দখলদারিত্ব ও সহিংসতা অবসানের লক্ষ্যে একটি অর্থবহ সূচনা হতে পারে, এবং মালয়েশিয়া এটিকে গঠনমূলকভাবে পর্যালোচনা করবে।

যুক্তরাষ্ট্রের গাজা শান্তি পরিকল্পনার মূল বিষয়সমূহ:

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক যৌথ সংবাদ সম্মেলনে একটি ২০-দফা গাজা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। এতে উল্লেখযোগ্য প্রস্তাব রয়েছে:

ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে ইসরায়েলি বন্দিদের মুক্তি

হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ

গাজার শাসনব্যবস্থায় টেকনোক্র্যাট ও অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি গঠন

ফিলিস্তিন কর্তৃপক্ষ ইতোমধ্যেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, গাজায় চলমান সংঘাত ও ধ্বংসযজ্ঞ বিশ্ব সম্প্রদায়কে মানবিক ন্যায়বিচারের প্রতি আরও সংবেদনশীল করেছে। তিনি ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশন’-এর কথা উল্লেখ করেন, যেখানে অংশগ্রহণকারী ৪৫টি দেশের কর্মীদের মধ্যে ৩৪ জন মালয়েশিয়ান ছিলেন।

এ সময় তিনি তরুণদের নিয়ে ছড়িয়ে পড়া এক ভুল ধারণার জবাব দেন। প্রধানমন্ত্রী বলেন, “তরুণ প্রজন্ম গাজা ইস্যুতে উদাসীন—এমন ভাবার সুযোগ নেই।” তিনি জানান, পূর্ববর্তী সমাবেশগুলোতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ তাদের ফিলিস্তিন নিয়ে গভীর সংবেদনশীলতা প্রমাণ করে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে