ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নিত্যপণ্যের দাম না কমার কারণ জানালেন অর্থ উপদেষ্টা

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১৫:৫৯:৪২
নিত্যপণ্যের দাম না কমার কারণ জানালেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ বলেছেন, ব্যবসায়ীদের নানা বাধার কারণে নিত্যপণ্যের বাজার দর কাঙ্ক্ষিতভাবে নামছে না। তিনি বলেন, সরকারি উদ্যোগ থাকলেও সরবরাহ চ্যানেলে বাধা থাকায় মূল্যস্ফীতি দ্রুত নিয়ন্ত্রণে আনাও সম্ভব হচ্ছে না।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

ড. সালেহউদ্দিন আরও বলেন, সরকার দাম নিয়ন্ত্রণে রাখতে চাল আমদানি অনুমোদন দিয়েছে যাতে বাজারে সরবরাহ সংকট না সৃষ্টি হয়। এ উদ্দেশ্যে থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে চাল আমদানির ব্যবস্থা করা হবে।

অর্থ উপদেষ্টা বলেন, “বাজার ব্যবস্থা সর্বোচ্চ সফলভাবে পরিচালিত হতে পারিনি। সাম্প্রতিক সময়ে চালের দাম কমেছে। সবজির দাম মূলত মৌসুমের ওপর নির্ভরশীল।”

তাঁর মন্তব্য: “যারা অর্থ পাচার করেছে, তারা সব কৌশল জানে। পাচার করা অর্থ ফিরিয়ে আনার কাজে কিছুটা অগ্রগতি আছে; এ ক্ষেত্রে অনেক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা চলছে।”

ড. সালেহউদ্দিন জানান, “হয়তো ফেব্রুয়ারি মাসের মধ্যে কিছু অর্থ ফিরিয়ে আনা সম্ভব হবে। বাকিটা ফেরত আনার জন্য যে প্রসেস চালু করেছে অন্তর্বর্তী সরকার, নতুন সরকার সেটি অব্যাহত রাখলে সুবিধা হবে। আবার কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক প্র্যাকটিসের সীমাবদ্ধতার কারণে সঙ্গে সঙ্গে সব অর্থ ফেরত আনা যাবে না।”

তিনি আরও বলেন, “কিছুদিনের মধ্যে পর্যালোচনা করে বলা যাবে কতটুকু পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা সম্ভব। ইতোমধ্যে অনেকের সম্পত্তি জব্দ করা হয়েছে; কোন দেশের কোন অ্যাকাউন্ট আছে সে সম্পর্কিত তথ্য-প্রমাণও সংগ্রহ করা হয়েছে। এখন বাকি কাজ সম্পন্ন করতে কিছু সময় লাগবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে