ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকা জব্দ

২০২৫ সেপ্টেম্বর ২৫ ০০:২৯:১১
শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকা জব্দ

নিজস্ব প্রতিবেদক: দেশের ইতিহাসে অন্যতম বড় আর্থিক অভিযানে আদালতের নির্দেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারসহ শীর্ষ ১১টি শিল্পগোষ্ঠীর বিপুল পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মোট ৫৭ হাজার ২৫৬ কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে, যার মধ্যে স্থাবর ও অস্থাবর উভয় ধরনের সম্পদ রয়েছে।

বিএফআইইউর তথ্য অনুযায়ী, দেশের ভেতরে জব্দকৃত সম্পদের পরিমাণ ৪৬ হাজার ৮০৫ কোটি টাকা। অন্যদিকে বিদেশে জব্দ করা হয়েছে ১০ হাজার ৪৫১ কোটি টাকা। শ্রেণিবিন্যাসে দেখা যায়, স্থাবর সম্পদের পরিমাণ ১৩ হাজার ৮৭১ কোটি টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ ৪৩ হাজার ৩৮৫ কোটি টাকা।

অন্তর্বর্তী সরকারের নির্দেশে এই বিপুল অর্থ ও সম্পদের খোঁজখবর শুরু হয়। শেখ হাসিনার পরিবারের পাশাপাশি দেশের শীর্ষ ১০টি প্রভাবশালী শিল্পগোষ্ঠীর অবৈধ আয়, কর ফাঁকি ও অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত হয় একটি যৌথ তদন্ত কমিটি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিনিধিদের নিয়ে গঠিত এ কমিটির সমন্বয় করছে বিএফআইইউ। আর আইনি সহায়তা দিচ্ছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

যে ১০ শিল্পগোষ্ঠীকে তদন্তের আওতায় আনা হয়েছে, সেগুলো হলো—এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাবিল গ্রুপ, সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ, জেমকন গ্রুপ, নাসা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, সিকদার গ্রুপ ও আরামিট গ্রুপ।

প্রতিবেদনে আরও জানানো হয়, শেখ হাসিনার পরিবার ও উল্লিখিত শিল্পগোষ্ঠীগুলোর ১ হাজার ৫৭৩টি ব্যাংক হিসাব ইতোমধ্যেই জব্দ করা হয়েছে। এসব হিসাবে রয়েছে প্রায় ১ হাজার ৬৮০ কোটি টাকা ও তিন মিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি ১৮৮টি বেনিফিশিয়ারি ওনার (বিও) অ্যাকাউন্টে থাকা শেয়ার, যার বাজারমূল্য আনুমানিক ১৫ হাজার কোটি টাকা, আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে।

এই তদন্ত কার্যক্রমকে অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায় থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদারকি করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও আর্থিক গোয়েন্দা ইউনিট মনে করছে, এই পদক্ষেপ দেশের আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে