ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ছাত্রলীগের নিষেধাজ্ঞার গল্প শুনলে শিউরে উঠবেন!

২০২৫ সেপ্টেম্বর ২৪ ০৯:২৯:৩৫
ছাত্রলীগের নিষেধাজ্ঞার গল্প শুনলে শিউরে উঠবেন!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অন্যতম ওয়াজিন ব্যক্তিত্ব আমির হামজা সম্প্রতি দাবি করেছেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে গত ১৬ বছর ধরে আজান দিতে দেওয়া হয়নি। তার এই দাবি নিয়ে আলোচনার ঝড় ওঠে এবং পরবর্তীতে তিনি তার দাবির জন্য ক্ষমাও চান। তবে, এই ঘটনার পর থেকেই মহসিন হলের আজান এবং এর পেছনের কারণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে।

সলিমুল্লাহ হলে বছরের পর বছর ধরে মাইকে আজান দেওয়া বন্ধ ছিল। হলের শিক্ষার্থীদের ভাষ্যমতে, তৎকালীন ছাত্রলীগ নেতাদের ঘুমে ব্যাঘাত ঘটতো—এই অজুহাতে মাইকে আজান বন্ধ করে দেওয়া হয়েছিল। একজন শিক্ষার্থী জানান, তিনি হলে আসার পর থেকে কখনো মাইকে আজান শুনতে পাননি। আরেকজন শিক্ষার্থী বলেন যে, তারা বিভিন্ন সময়ে মসজিদে মাইক লাগানোর চেষ্টা করলেও, হলটি অনেক বড় হওয়ায় মাইক ছাড়া অন্যদিক থেকে আজান শোনা যেত না। কিন্তু ছাত্রলীগ নেতারা ঘুমে ব্যাঘাতের কারণ দেখিয়ে মাইক ব্যবহার করতে দিতেন না।

২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলে আবারও আজান দেওয়া শুরু হয়। শিক্ষার্থীরা জানান, এতদিন মাইকে আজান না হওয়ায় তারা মাগরিবের নামাজের সময়ও বুঝতে পারতেন না, কারণ আজানের শব্দ তাদের কক্ষ পর্যন্ত পৌঁছাতো না। এখন মাইকে আজান হওয়ায় তারা ফজরের নামাজও পড়তে পারছেন এবং আজানের শব্দ তাদের কক্ষ পর্যন্ত সরাসরি শোনা যাচ্ছে।

মূলত ছাত্রলীগের ভয়েই আজান বন্ধ ছিল। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের বিভিন্ন স্থানে তৎকালীন নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ গত ১৬ বছর ধরে মসজিদের ইমাম, হুজুর এবং ধর্মপ্রাণ মানুষের উপর নানা নির্যাতন চালিয়েছে। এর মধ্যে ২০২১ সালের ৯ অক্টোবর বরিশালের উজিরপুরে এক জামে মসজিদের ইমামের বায়ু পথে বাঁশের টুকরো, কাপড়ের টুকরো ও কাগজ ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া যায় আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে। এছাড়াও, জুমার খুতবায় সরকারের জুলুম-নির্যাতন নিয়ে কথা বলায় মুজাহিদুল হক নামের এক ইমামকে চাকরিচ্যুত করা হয়।

এসব ঘটনাগুলো ইসলামী বক্তাদের জন্য নানা সময়ে বিড়ম্বনার কারণ হয়েছে, কারণ তাদের বক্তব্যের ওপর ভিত্তি করে প্রায়শই আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। তবে, এই আলোচনা-সমালোচনাগুলোকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, কারণ বিগত ১৬ বছর ধরে হাসিনা বাহিনীর হাতে সারাদেশের মানুষ জিম্মি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে