ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সাতটি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

২০২৫ সেপ্টেম্বর ২৪ ০৯:২৫:৪৩
সাতটি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বগুড়ার শহীদ খোকন পার্কে আয়োজিত এক জনসভায় দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। এ সময় তিনি দলের মনোনীত প্রার্থীদের উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাদের দলীয় প্রতীক হবে হাত পাখা।

ঘোষিত প্রার্থীরা হচ্ছেন:

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি): এবিএম মোস্তফা কামাল পাশা

বগুড়া-২ (শিবগঞ্জ): অ্যাডভোকেট মুফতি জামাল উদ্দিন

বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাচিয়া): অধ্যাপক শাহজাহান তালুকদার

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম): অধ্যাপক মাওলানা ইদ্রিস আলী

বগুড়া-৫ (শেরপুর-ধুনট): অধ্যাপক মীর মাহমুদুল রহমান চুন্নু

বগুড়া-৬ (সদর): আ. ন. ম মামুনুর রশীদ

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর): অধ্যাপক সবুজ ইসলাম সফিক

এর আগে বিকেলে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করীম বলেন, পিআর (প্রো-পোর্টশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু করা ছাড়া দেশে একটি শক্তিশালী, প্রতিনিধিত্বমূলক ও স্থিতিশীল জাতীয় সংসদ গঠন সম্ভব নয়। এই পদ্ধতিতে সকল দলই তাদের ভোটের আনুপাতিক হারে আসন পায়, যা জাতীয় ঐক্য ও গণতন্ত্রকে সুসংহত করে।

তিনি বলেন, “বর্তমান নির্বাচন ব্যবস্থা বারবার প্রহসনের জন্ম দিয়েছে। দিনের ভোট রাতে হয়, কেন্দ্র দখল হয়, জোরপূর্বক জয় ছিনিয়ে নেওয়া হয়। এই ব্যবস্থা বহু মায়ের বুক খালি করেছে।”

তিনি জুলাই সনদ বাস্তবায়নের দাবিও জানান, যা রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি হিসেবে দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে