ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

হঠাৎ করেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা তাহসানের

২০২৫ সেপ্টেম্বর ২২ ১০:৫৫:৫২
হঠাৎ করেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা তাহসানের

নিজস্ব প্রতিবেদক : দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান হঠাৎ করেই কনসার্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এই তারকা তার ২৫ বছরের সংগীত জীবনের বিশেষ মুহূর্ত উদযাপন করছেন। সফরের সময় দেশটির পাঁচটি শহরে কনসার্ট করার কথা থাকলেও এক আয়োজনে তিনি ভক্তদের চমকে দিয়ে ঘোষণা দেন,“এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন কি স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?”

সাথে তিনি জানিয়েছেন, ইতোমধ্যে নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন।

এর আগে গত বছর অভিনয় থেকেও বিরতির ঘোষণা দিয়েছিলেন তাহসান। তিনি বলেছিলেন,“আমি ২০ বছর ধরে অভিনয়ে কাজ করছি। কখনো কখনো নিজেকেই বিরতি দিতে হয়। কাজ একঘেয়ে হয়ে গেলে, ভালো কাজ না হলে থেমে যাওয়া জরুরি।”

অভিনয় ও সংগীত দুই ক্ষেত্র থেকেই ধীরে ধীরে সরে আসার পেছনে রয়েছে শারীরিক সমস্যাও। সম্প্রতি তাহসান জানান, তার কণ্ঠনালিতে ‘হেটেরোটোপিয়া’ নামক একটি রোগ বাসা বেঁধেছে, যা গলার কাঠামো পরিবর্তিত করে এবং গান গাওয়ার আগ্রহ ও সক্ষমতা কমিয়ে দেয়।

২০১৮ সাল থেকেই এই সমস্যার শুরু। তখন তিনি ভক্তদের জানিয়েছিলেন,“যত দিন যাচ্ছে আমার গান গাওয়ার সক্ষমতাও কমছে। যদি কোনোদিন দেখেন আমি কনসার্ট বা লাইভ শো কমিয়ে দিয়েছি, বুঝবেন সমস্যাটা বেড়েছে। তখন আমার জন্য দোয়া করবেন।”

তাহসান ‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে সংগীতে যাত্রা শুরু করেন। পরে একক শিল্পী হিসেবে এবং ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে তাকে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’ নামে বিভিন্ন কনসার্টে পারফর্ম করতে দেখা যেত।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে