ঢাকা, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নুর ও নাহিদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

২০২৫ সেপ্টেম্বর ২১ ১১:০৩:৩২
নুর ও নাহিদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বাংলাদেশের রাজনীতিতে ততই দেখা যাচ্ছে নতুন সমীকরণ, জোট ও মেরুকরণের ইঙ্গিত। এই ধারাবাহিকতায় বড় একটি চমক আসতে যাচ্ছে — একীভূত হতে পারে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ (গঅপ) এবং সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দুই দলের মধ্যে ইতোমধ্যে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে এবং উভয় পক্ষই একসঙ্গে পথচলার ব্যাপারে আগ্রহী।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কেবল গণঅধিকার ও এনসিপি-ই নয়, এই উদ্যোগকে ঘিরে আরও কয়েকটি উদীয়মান রাজনৈতিক দল ও আন্দোলন-ভিত্তিক সংগঠন যুক্ত হতে পারে। এর মধ্যে রয়েছে:এবি পার্টি,গণসংহতি আন্দোলন,রাষ্ট্র সংস্কার আন্দোলন,আপ বাংলাদেশ

এই দলগুলোকে কেন্দ্র করে একটি নতুন রাজনৈতিক জোট গঠনের পরিকল্পনা রয়েছে, যার ঘোষণা আসতে পারে আগামী মাসেই।গণঅধিকার পরিষদ এবং এনসিপির রাজনৈতিক সূচনা প্রায় একই ধারার।

গণঅধিকার পরিষদ গঠিত হয় ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে, যখন শিক্ষার্থী ও তরুণদের দাবিতে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।২০২১ সালে এই আন্দোলনই রূপ নেয় সংগঠিত রাজনৈতিক দলে — “গণঅধিকার পরিষদ”।

অন্যদিকে,এনসিপি গড়ে ওঠে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে।এনসিপির অনেক নেতারই রাজনীতিতে হাতেখড়ি হয় নুরুল হক নুরের নেতৃত্বাধীন আন্দোলনের মধ্য দিয়ে।

তাই অনেকেই নুরকে তাদের রাজনৈতিক ‘গুরু’ বলেই মনে করেন।বর্তমানে গণঅধিকার পরিষদ নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল হলেও, এনসিপি এখনো আনুষ্ঠানিক নিবন্ধন পায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানিয়েছেন, তারা একীভূত হওয়ার মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশ গড়তে চান। আলোচনা চলছে যৌক্তিক দাবিদাওয়ার ভিত্তিতে। তবে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন:“রাজনীতিতে আলোচনা সব সময়ই হয়। আমরা কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে আসা অনেক তরুণের সঙ্গে যোগাযোগ রাখি। তবে এখনো আনুষ্ঠানিকভাবে একীভূতকরণ হয়নি, কিছু অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে সংস্কার ও নির্বাচন ইস্যুতে।”

এবি পার্টির এক নেতা বলেন:“জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ‘বিকল্প রাজনৈতিক শক্তি’ গঠনের উদ্যোগ চলছে। একীভূত দল নয়, ইস্যুভিত্তিক জোট গঠনের পরিকল্পনাও রয়েছে।”

রাষ্ট্র সংস্কার আন্দোলনের এক নেতা বলেন:“আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে আলোচনা করছি। যৌথভাবে কিছু ইস্যুতে কাজ করার পরিকল্পনা রয়েছে।”

আপ বাংলাদেশর এক শীর্ষ নেতা জানান:“এনসিপির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। যদি একীভূত না হই, তাহলেও জোটবদ্ধভাবে আগাতে পারি।”

সম্প্রতি এক হামলায় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। দলের নেতারা জানান, নুর পুরোপুরি সক্রিয় হলে একীভূতকরণ প্রক্রিয়া আরও জোরদার হবে।

পরিকল্পনা অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই এই নতুন রাজনৈতিক জোট বা দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এতে দেশের রাজনীতিতে তরুণ নেতৃত্বের একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।

সামনের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যখন প্রধান দুই দল বিএনপি ও আওয়ামী লীগের বাইরে নতুন বিকল্পের সন্ধান করছেন অনেক তরুণ, মধ্যবিত্ত ও সচেতন নাগরিক, তখন গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূতকরণ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।

নতুন দল বা জোটের আনুষ্ঠানিক ঘোষণা এলে রাজনীতির মাঠে নতুন এক শক্তির উত্থান দেখা যাবে— যা হয়তো পরিবর্তনের বার্তা বয়ে আনতে পারে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে