ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

"জামায়াত মুক্তিযোদ্ধা হলেও সমর্থন করতাম না"

২০২৫ সেপ্টেম্বর ১১ ১১:৩৭:৫৭

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, যদিও জামায়াত মুক্তিযোদ্ধা দল হলেও তিনি তাদের রাজনীতিকে সমর্থন করেন না। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জামায়াতের প্রতি সমর্থন না দেওয়ার কারণ বিস্তারিত তুলে ধরেন।

জাহেদ উর রহমান বলেন, "আমি যখন জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্রশিবিরের বিষয়ে কথা বলি, তখন অনেক সময় সমালোচনা ও বিরোধিতার মুখোমুখি হই। অনেকে আমাকে প্রশ্ন করেন, এত কিছু থাকা সত্ত্বেও কেন আমি তাদের সমর্থন করি না? তাই আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই।"

তিনি বলেন, "জামায়াতে ইসলামী ৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে ছিল না বলে ধরে নেওয়া হয়। কিন্তু তার পরবর্তীতে জামায়াতের রাজনীতিকে আমি কখনও সমর্থন করিনি। আমার তাদের প্রতি কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই, কিন্তু তাদের রাজনীতি বা কোনো ইসলামী দলের রাজনীতি আমি সমর্থন করি না।"

জাহেদ আরো বলেন, "যখন কেউ দাবি করে তার চিন্তা, পরিকল্পনা ও কর্মসূচিই সেরা, আর অন্যদের সেটা মানতে হবে—এটাই ফ্যাসিবাদ। ডাকসুর নির্বাচনে শিবিরের ল্যান্ডস্লাইড জয়ের পর আমার বিরুদ্ধে অনেক মন্তব্য হয়েছে। তবে কোনো দল নির্দিষ্ট কোনো প্রেক্ষাপটে জিতলেও তা সব সময় সঠিক নয়। গণতন্ত্র অনেক সময় ভুল মানুষকেও নির্বাচিত করে।"

তিনি আইডেন্টিটি পলিটিক্সের বিরোধিতা করে বলেন, "আমি যেকোনো ধরনের আইডেন্টিটি পলিটিক্স কঠোরভাবে নিন্দা করি। জামায়াতে ইসলামী একটি ধর্মভিত্তিক আইডেন্টিটি পলিটিক্স করছে, যেখানে তারা ইসলাম এবং শরীয়াহ আইন প্রতিষ্ঠার কথা বলে। কিন্তু ইসলাম ও ইসলামিজম এক নয়।"

তিনি উদাহরণ দিয়ে বলেন, "৪৭ সালে দেশ ভাগ হওয়ার সময় ধর্মভিত্তিক রাষ্ট্র পাকিস্তান গঠিত হয়, কিন্তু পরবর্তীতে দুই পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। ইসলামী আন্দোলন জামায়াতকে ইসলামের শত্রু মনে করে, হেফাজতের আমির বলেছেন জামায়াতের সঙ্গে থাকলে ঈমান থাকবে না। এই ধরনের ভিন্ন ভিন্ন মতামত ও দলবাজি মানুষকে বিভক্ত করে, যা সমস্যার সৃষ্টি করে।"

জাহেদ আরো উদ্বেগ প্রকাশ করে বলেন, "সম্প্রতি হাটহাজারিতে আহলে সুন্নাহ ও হাটহাজারি মাদরাসা ঈদে মিলাদুন্নবী পালন করেনি, যা ভবিষ্যতে মারাত্মক সংকটের কারণ হতে পারে। রাজনীতিতে যখন এই ধরণের বিষয় ভোটের সঙ্গে জড়িত হয়, তখন নতুন নতুন আইডেন্টিটি তৈরি হয় এবং মানুষ বিভক্ত হয়ে পড়ে। আইডেন্টিটি পলিটিক্স যত বাড়ে, দলগুলো সেটাকে উসকে দিয়ে ভোট পাওয়ার চেষ্টা করে।"

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে