ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সরকারি চাকরিতে ডাক্তারদের জন্য ‘সুবর্ণ সুযোগ’

২০২৫ সেপ্টেম্বর ১১ ১১:০৪:০৬
সরকারি চাকরিতে ডাক্তারদের জন্য ‘সুবর্ণ সুযোগ’

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা আরও দুই বছর বাড়িয়ে চিকিৎসক ও প্রতিবন্ধীদের জন্য ৩৪ বছর নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে আন্দোলনরত চিকিৎসক ও প্রতিবন্ধী শ্রেণির মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস বইছে।

সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর সুপারিশের ভিত্তিতে এই নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন।

বর্তমানে, ২০২৪ সালের ১৮ নভেম্বর জারি করা একটি অধ্যাদেশ অনুযায়ী সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও করপোরেশনে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ছিল ৩২ বছর।

এই অধ্যাদেশের ফলে মুক্তিযোদ্ধার সন্তান, চিকিৎসক ও প্রতিবন্ধীরা অতিরিক্ত বয়সসীমার সুবিধা হারিয়ে ফেলেন—যা নিয়ে সারাদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

চিকিৎসক ও প্রতিবন্ধীরা সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন ৩৪ বছর বয়স পর্যন্ত।কম্পিউটার ও প্রযুক্তি-সংশ্লিষ্ট কিছু নির্দিষ্ট পদে (পঞ্চম ও ষষ্ঠ গ্রেডে) বয়সসীমা থাকবে ৩৫ বছর ও ৪০ বছর।মুক্তিযোদ্ধা কোটাধারীদের সন্তানদের জন্য বয়সসীমা বাড়ানো হবে কি না, তা এখনো নির্ধারণ হয়নি। বিষয়টি উপদেষ্টা পরিষদে পাঠানো হয়েছে।

বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন করা চিকিৎসকদের অনেকেই এই সিদ্ধান্তকে "স্বাগতযোগ্য ও বাস্তবধর্মী" বলছেন। তাঁদের মতে, এমবিবিএস শেষ করে ইন্টার্নশিপ এবং পিজি কোর্স সম্পন্ন করতে গিয়ে অনেকেই সরকারি চাকরিতে আবেদন করার সময়ই পেরে ওঠেন না।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে