ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

অর্থপাচার রোধে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ

২০২৫ সেপ্টেম্বর ১০ ১৯:০৩:৫০
অর্থপাচার রোধে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: বহুজাতিক কোম্পানির মাধ্যমে অর্থপাচার রোধে কঠোর নজরদারির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে ট্রান্সফার প্রাইসিংয়ের অপব্যবহার ঠেকাতে ব্যাংকের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ‘বাংলাদেশে কার্যরত বহুজাতিক কোম্পানি থেকে ট্রান্সফার প্রাইসিংয়ের মাধ্যমে অর্থপাচার প্রতিরোধ’ শীর্ষক এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ।

ডেপুটি গভর্নর তার বক্তব্যে বলেন,“বহুজাতিক কোম্পানিগুলো অনেক সময় ট্রান্সফার প্রাইসিংয়ের অপব্যবহার করে কৌশলে অর্থপাচার করে। এটি দেশের রাজস্ব ভিত্তি দুর্বল করে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করে।”

তিনি অংশগ্রহণকারী কর্মকর্তাদের এ ধরনের অপকৌশল প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখার আহ্বান জানান। একইসঙ্গে জালজালিয়াতি শনাক্তে ফরেনসিক ইন্সপেকশন কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এই প্রশিক্ষণকে মানবসম্পদে বিনিয়োগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন,“পরিবর্তিত আর্থিক প্রেক্ষাপটে কর্মকর্তাদের জালজালিয়াতি শনাক্ত করার সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি।”

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন,“বর্তমান ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় এমন প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। এটি কর্মকর্তাদের দক্ষতা ও বিদেশি মুদ্রা লেনদেন পর্যবেক্ষণের সক্ষমতা বাড়াবে।”

কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের পরিচালক মাহবুবুল আলম। তিনি বলেন,“ট্রেড বেইজড মানিলন্ডারিং এবং হুন্ডি প্রতিরোধে বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের কার্যকর ভূমিকা রয়েছে। বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমরা সচেষ্ট।”

তিনি ডেপুটি গভর্নরের দিকনির্দেশনা ও সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে