ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ডাকসু নির্বাচনের ফল দেখে মাহিনের প্রতিক্রিয়া!

২০২৫ সেপ্টেম্বর ১০ ০৮:৪২:৫৮
ডাকসু নির্বাচনের ফল দেখে মাহিনের প্রতিক্রিয়া!

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন জেনারেল সেক্রেটারি (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করা মাহিন সরকার। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে নির্বাচনের আগেই নিজের প্রার্থীতা প্রত্যাহার করেছিলেন তিনি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মাহিন নবনির্বাচিতদের উদ্দেশে লেখেন: “ডাকসু এবং হল সংসদে যারা উত্তীর্ণ হয়েছেন, সবাইকে প্রাণঢালা অভিনন্দন। অবিশ্বাস্য জনসমর্থন নিয়ে এসেছেন, এটা বিশাল আমানত। অকল্পনীয় ব্যাপার-স্যাপার!”

এর আগে দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে স্থাপিত ৮১০টি বুথে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোট দেন।

ডাকসুর কেন্দ্রীয় সংসদে ২৮টি এবং হল সংসদে ১৩টি পদে এবার নির্বাচন হয়। মোট প্রার্থী ছিলেন ৪৭১ জন, যার মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে