ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

জয় উদযাপন নিয়ে ব্যতিক্রমী বার্তা ছাত্রশিবির সভাপতির

২০২৫ সেপ্টেম্বর ১০ ১০:২১:০৪
জয় উদযাপন নিয়ে ব্যতিক্রমী বার্তা ছাত্রশিবির সভাপতির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ তিন পদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এতে ভিপি পদে জয় পেয়েছেন মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খান।

জয়ের পর বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ফেসবুকে একটি প্রতিক্রিয়ামূলক পোস্ট দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

তিনি লিখেছেন:"আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বিজয়ী হলো।"

তিনি আরও লেখেন:"আমরা সারা দেশের কোথাও কোনো বিজয় মিছিল করব না। বরং মহান রবের দরবারে সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করব। এই বিজয় আল্লাহর দান। আমরা অহংকারী হবো না, উদার ও বিনয়ী থাকব সবার প্রতি।"

ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দিয়ে তিনি বলেন:"স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না। প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ।"

এদিকে এই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। বামপন্থি প্যানেলও কারচুপির অভিযোগ এনেছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে