ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ডাকসুর ভিপি পদে সাদিক কায়েমের বাজিমাত

২০২৫ সেপ্টেম্বর ১০ ০৮:৫৪:৪১
ডাকসুর ভিপি পদে সাদিক কায়েমের বাজিমাত

নিজস্ব প্রতিবেদক: বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনের এ ফল ঘোষণা করা হয়।

ফল বিশ্লেষণে জানা যায়, সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট। তৃতীয় সর্বোচ্চ ২ হাজার ৫৪৯ ভোট পেয়েছেন স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ২ হাজার ৩৮৫ ভোট।

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আবদুল কাদের ৬৬৮ এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন ১১ ভোট।

এদিকে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন আবিদুল এবং উমামা ফাতেমা। আবদুল কাদেরও নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন।

সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক। ভোট গ্রহণ চলাকালে তিনিও ছাত্রদলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছিলেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ফল ঘোষণা শুরু হয়। শুধু জগন্নাথ হল ব্যতীত সব হলেই বড় ব্যবধানে জয় পান সাদিক কায়েম।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে