ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
Sharenews24

ডিবি হেফাজতে লতিফ সিদ্দিকী, মুখ খুললেন কাদের সিদ্দিকী

২০২৫ আগস্ট ২৮ ২৩:০৩:১৫
ডিবি হেফাজতে লতিফ সিদ্দিকী, মুখ খুললেন কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক: ডিবি হেফাজতে থাকা বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকীকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, গণতান্ত্রিক দেশে কারও অনুষ্ঠান বানচাল করার কোনো সাংবিধানিক বা আইনি অধিকার নেই। যদি সরকার মব নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তবে তাদের ক্ষমতা থেকে সরে যাওয়া উচিত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে টাঙ্গাইল শহরের নিজ বাসভবন সোনার বাংলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সেমিনারে ড. কামাল হোসেন প্রধান অতিথি ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন তার বড় ভাই লতিফ সিদ্দিকী ও অ্যাডভোকেট জেডআই খান পান্নাও। কিন্তু হঠাৎ কিছু লোক গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে অনুষ্ঠানটি ভণ্ডুল করে দেয়।

তিনি আরও বলেন, “লতিফ সিদ্দিকীর জন্ম না হলে টাঙ্গাইলের রাজনীতি অনেকটাই ভিন্ন হতো। বঙ্গবন্ধুর জন্ম যেমন বাংলাদেশের জন্য অপরিহার্য ছিল, তেমনি লতিফ সিদ্দিকীর জন্ম আমাদের রাজনীতিতে আসার পেছনে মূল চালিকাশক্তি।” তবে এখনও তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে কিনা তা স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।

বঙ্গবীর আরও বলেন, পাকিস্তান আমলে লতিফ সিদ্দিকী প্রায় ৪০ বার জেলে গিয়েছিলেন, স্বাধীন বাংলাদেশেও তাকে বহুবার কারাভোগ করতে হয়েছে। তিনি যোগ করেন, “গ্রেফতার দেখালে আপত্তি নেই, কিন্তু কোনো নাগরিককে আইনগত প্রক্রিয়া ছাড়াই এক মিনিটের জন্যও আটক রাখা যায় না।”

দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মানুষকে মতপ্রকাশ ও কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। “আওয়ামী লীগের চেয়েও এখনকার শাসকরা বড় স্বৈরাচার হয়ে উঠেছে। এভাবে দেশ চলতে থাকলে ধ্বংসের পথে যাবে।”

নির্বাচন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। কোনো অনির্বাচিত কর্তৃপক্ষের মাধ্যমে সংস্কার হলে তা জনগণ মেনে নেবে না।

তিনি আরও দাবি করেন, বৃহস্পতিবারের ঘটনায় মঞ্চ ৭১-এর সঙ্গে যুক্ত বক্তা ও শ্রোতাদের অনেককেই পুলিশ তুলে নিয়ে গেছে। তাদের মুক্তি দিতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান অধ্যাপক ইউনূসের প্রতি আহ্বান জানান।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে