ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
Sharenews24

জন্ম নিবন্ধন না থাকলে ডিএসসিসি দিচ্ছে সমাধান

২০২৫ আগস্ট ২৮ ১৭:৩৬:৫৭
জন্ম নিবন্ধন না থাকলে ডিএসসিসি দিচ্ছে সমাধান

নিজস্ব প্রতিবেদক: অনলাইনে রেজিস্ট্রেশন ছাড়া টাইফয়েডের টিকা দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর জন্য দরকার হবে জন্ম নিবন্ধন নম্বরের।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিএসসিসি নগর ভবনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে আয়োজিত সভায় এ বিষয়টি জানানো হয়।

জানা গেছে, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে আগামী ১২ অক্টোবর। চলবে দুই ধাপে। প্রথম ধাপ ১২ থেকে ৩১ অক্টোবর, দ্বিতীয় ধাপ ১ থেকে ১৩ নভেম্বর। ৯ মাস থেকে ১৫ বছরের শিশুদের এ কর্মসূচির আওতায় আনা হবে।

ডিএসসিসির সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, অনলাইনে রেজিস্ট্রেশন ছাড়া টিকা দেওয়া হবে না। এর জন্য প্রয়োজন ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদ। যাদের জন্ম নিবন্ধন নেই, তারা নতুন করে জন্ম নিবন্ধন করে নিতে পারবে। সেক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা করব।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে