ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
Sharenews24

লন্ডন থেকে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

২০২৫ আগস্ট ২৮ ২৩:০১:০৫
লন্ডন থেকে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার তিনি ঢাকায় পৌঁছান। বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

দেশে ফেরার সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী বিলকিস আক্তার হোসেন ও ছেলে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

গত ১৫ আগস্ট স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খন্দকার মোশাররফ। সফরে যাওয়ার আগে তিনি গুলশানের ‘ফিরোজা’য় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে ২০২৩ সালের জুনে রাজধানীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ২৭ জুন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হয়। সেখানে দুই মাস ১০ দিন চিকিৎসা শেষে ৫ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।

২০২৩ সালের ডিসেম্বরে ফের অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। পরে আবারও উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানকার চিকিৎসা শেষে ২০২৪ সালের ২৭ জানুয়ারি তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। ঐ বছরের ২১ ফেব্রুয়ারি দেশে ফিরে আসেন তিনি।

সর্বশেষ স্বাস্থ্যগত জটিলতার কারণে লন্ডনে চিকিৎসা নিতে হলেও এবার সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরেছেন এই প্রবীণ রাজনীতিক।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে