ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
Sharenews24

উপসচিব হলেন ২৬৮ জন কর্মকর্তা

২০২৫ আগস্ট ২৮ ২২:৪০:১৭
উপসচিব হলেন ২৬৮ জন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন ক্যাডারের মোট ২৬৮ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হকের স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে যদি কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকে, তবে সংশ্লিষ্ট কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে।

এছাড়া প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, পরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে ভিন্নধর্মী বা বিরূপ তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ এই পদোন্নতির আদেশ সংশোধন কিংবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর অথবা অনলাইনে (email: [email protected]) যোগদানপত্র জমা দিতে পারবেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা ১তালিকা ২

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে