ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ‘তেল চুরি’ বন্ধে ১২ সুপারিশ

২০২৫ আগস্ট ২৭ ১৬:৪০:২৩
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ‘তেল চুরি’ বন্ধে ১২ সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান অঙ্গ কর্ণফুলী নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে দেশের প্রধান জ্বালানি পরিশোধন ও বিতরণ নেটওয়ার্ক। এখান থেকেই পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপোর মাধ্যমে সারাদেশে তেল সরবরাহ করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে চলছে তেল চুরি ও নানা অনিয়ম—যা সম্প্রতি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI)-এর এক প্রতিবেদনে উঠে আসে।

এনএসআইয়ের চিঠির পরিপ্রেক্ষিতে গত মে মাসে গঠিত হয় পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি, যার নেতৃত্বে ছিলেন এক অতিরিক্ত সচিব। তদন্তে উঠে আসে, ‘সিস্টেম লস’-এর নামে দীর্ঘদিন ধরে চলছে পরিকল্পিত তেল চুরি।

কমিটির সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “আমরা কর্ণফুলীকেন্দ্রিক তেল চুরির পূর্ণাঙ্গ তদন্ত করেছি। সুপারিশগুলো বাস্তবায়ন হলে চুরি অনেকাংশে রোধ করা সম্ভব।”

এদিকে বিপণনকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, চট্টগ্রাম-ঢাকা পাইপলাইনে তেল সরবরাহ ইতোমধ্যেই শুরু হয়েছে, এবং এসপিএম প্রকল্পও দ্রুত চালু হবে। পাশাপাশি ডিপোগুলোতে অটোমেশন শুরু হওয়ায় ভবিষ্যতে অনিয়মের সুযোগ কমে আসবে বলে আশা করা হচ্ছে।

তদন্ত কমিটির ১২ দফা সুপারিশ:

১. সিস্টেম লস বাস্তবতার ভিত্তিতে পুনর্নির্ধারণ

২. লাইটারেজের পরিবর্তে পাইপলাইন ও এসপিএম প্রকল্পে সরবরাহ নিশ্চিত

৩. ম্যানুয়াল পরিমাপের পরিবর্তে অটোমেটেড ফ্লোমিটার ব্যবহার

৪. নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের অভিযান জোরদার

৫. রেল পরিবহন ব্যবস্থা দ্রুত নিশ্চিত

৬. নিয়মিত অভিযান, অনিয়মে শাস্তি ও লাইসেন্স বাতিল

৭. বেসরকারি রিফাইনারিগুলোতে নিয়মিত মনিটরিং

৮. রিয়েল টাইম মনিটরিং সিস্টেম চালু

৯. ট্যাংকলরি, জাহাজ ও ওয়াগনে ডিজিটাল লকিং সিস্টেম

১০. বিতরণকৃত ও ইনস্টলেশনের তেলের মানে সামঞ্জস্য

১১. বিএসটিআই কেলিব্রেশন অনুযায়ী নির্ভুল পরিমাপ

১২. সব পাম্পে অভিন্ন স্পেসিফিকেশনের ডিসপেনসিং মেশিন

তদন্ত শেষে গত ২২ জুলাই জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিপিসিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। ২৫ আগস্ট পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলসহ এসএওসিএলকে সুপারিশ বাস্তবায়নের নির্দেশনা পাঠানো হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে