ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

রুমিন ফারহানার পক্ষে রনির চমকপ্রদ স্বীকৃতি

২০২৫ আগস্ট ২৭ ১২:৪০:১৩
রুমিন ফারহানার পক্ষে রনির চমকপ্রদ স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সংসদ সদস্য ও আইনজীবী রুমিন ফারহানার রাজনৈতিক ব্যক্তিত্ব, বাগ্মিতা ও একক সংগ্রাম নিয়ে সরব হলেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক এমপি গোলাম মাওলা রনি। তার মতে, রুমিন ফারহানা এমন একজন নেত্রী, যিনি বিএনপির হয়ে দুঃসময়ে এককভাবে যে ভূমিকা রেখেছেন, তা দলের শত নেতার সম্মিলিত প্রচেষ্টার চেয়েও বেশি প্রভাব ফেলেছে।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে রনি বলেন,“রুমিন ফারহানা রাজনীতির একজন রায়বাঘিনি। তার মতো সাহসী, বুদ্ধিমতী এবং প্রভাবশালী নেত্রী বিএনপিতে খুব একটা নেই। এমনকি তাকে নিয়ে বিরোধী পক্ষও ষড়যন্ত্রে লিপ্ত।”

তিনি আরও বলেন,“সংসদে তার বক্তব্য ছিল যেমন যুক্তিপূর্ণ, তেমনি আবেগঘন ও জনমনকে নাড়া দেওয়ার মতো। একজন রুমিন সংসদে যা করেছেন, বিএনপির ১০০ নেতাও প্রতিদিন মিলে তা করতে পারেননি।”

রুমিন ফারহানার পারিবারিক ব্যাকগ্রাউন্ডের প্রসঙ্গ টেনে রনি বলেন,“তার বাবা ওলি আহাদ ছিলেন প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভাষা আন্দোলনের সংগঠক। তার সেই ঐতিহ্য থেকে রুমিন ফারহানা এসেছে। রাজনৈতিক বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের মিশেলে তিনি একটি 'বিউটি উইথ ব্রেইন' প্রতিচ্ছবি।”

রনি মনে করেন, বাংলাদেশের পুরুষতান্ত্রিক রাজনীতিতে একজন মেধাবী ও স্বাধীনচেতা নারী হিসেবে টিকে থাকা সহজ নয়।“যখন একজন নারী মেধাবী হয়, তখন পুরুষ সমাজে তা অনেক সময় হজম হয় না। তাকে চরিত্র, সৌন্দর্য, ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি শুরু হয়। রুমিনের ক্ষেত্রেও তা হয়েছে।”

রুমিনের মতো নেতৃত্বকে যথাযথভাবে মূল্যায়ন না করাকে রাজনৈতিক ভুল হিসেবেই দেখছেন রনি। তার ভাষায়,“বিএনপি নিজের ত্যাগী, সাহসী, বিশ্বস্ত নেতাদের ‘কোরবানি’ দিচ্ছে। কুমিল্লার মুরাদনগরে যেমন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জায়গা দিতে গিয়ে স্থানীয় নেতাকে উপেক্ষা করা হয়েছে। এই ধরনের উদাহরণ বিএনপির আরও আছে।”

তিনি আরও সতর্ক করে বলেন,“রুমিনকে ঘিরে বিএনপির যে বিতর্ক ও নীরবতা, তা দলটির জন্য আত্মঘাতী হতে পারে। কারণ, এই নীরবতা দলকে সংগঠিত করার বদলে দুর্বল করে দিচ্ছে।”

রনি জানান, বিএনপির বর্তমান টকশো আলোচকদের মধ্যে রুমিন ফারহানার অবস্থান শীর্ষে।“তিনি এখন এক নম্বর মিডিয়া তারকা। যুক্তি দিয়ে কথা বলেন, উপস্থিত বুদ্ধি দিয়ে প্রতিপক্ষকে কোণঠাসা করতে পারেন।”

গোলাম মাওলা রনির বক্তব্য শুধু রুমিন ফারহানার প্রশংসা নয়, বরং বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচন, সাংগঠনিক অব্যবস্থা ও রাজনৈতিক ব্যর্থতার একটি বড় সমালোচনাও বটে।

এই ধরনের বক্তব্য বিএনপির অভ্যন্তরীণ সংকট, নেতৃত্বের মূল্যায়ন এবং নারীর অবস্থান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে — যা দলটির জন্য গুরুত্বপূর্ণ এক আত্মমূল্যায়নের বার্তাও বয়ে আনছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে