ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

রুমিন ফারহানাকে নিয়ে পিনাকী ভট্টাচার্যের বিস্ফোরক পোস্ট

২০২৫ আগস্ট ২৬ ১৯:৩৬:৫৪
রুমিন ফারহানাকে নিয়ে পিনাকী ভট্টাচার্যের বিস্ফোরক পোস্ট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে করা নির্বাসিত লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্যের একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টে তিনি হাসানাত আব্দুল্লাহকে নিয়ে রুমিন ফারহানার একটি পুরোনো মন্তব্যের কথা উল্লেখ করে তার বর্তমান রাজনৈতিক অবস্থানের তীব্র সমালোচনা করেছেন।

পিনাকী ভট্টাচার্য তার পোস্টে অভিযোগ করেন, "শেখ রুমিন ফারহানা জুলাই বিপ্লবের সিপাহসালার হাসানাতকে 'ফকিরনি' বলেছে।" তিনি আরও দাবি করেন যে, আরেক ব্যক্তি জহিরুল ইসলাম মামুনও অতীতে হাসানাত আব্দুল্লাহকে 'বান্দির পুত' বলে আখ্যায়িত করেছিলেন।

এরপর তিনি বর্তমানে রুমিন ফারহানার পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের সমালোচনা করে লেখেন, "বাহ, কী দিন আসল সব বাকশালির মুখের ভাষা এখন শেখ রুমিনের পোস্টে। বাংলাদেশ এখন কারা কোন দল করে আপনারাই মিলিয়ে নিন।"

ব্যারিস্টার রুমিন ফারহানাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে পিনাকী আরও বলেন, "তুমি যে গর্তে থেকে ‘শুট শুট’ বলে চিৎকার করতা সেখান থেকে তোমাদের উদ্ধার করেছে হাসানাতরা। তুমি এমন রাজনীতিবিদ যে বিএনপির আরেক গ্রুপের ভয়ে বি. বাড়িয়ায় প্রবেশ করতে পারো না। আর আজ বাকশালিদের সাথে সুর মিলিয়ে হাসানাতের দিকে চোখ রাঙাও।"

পোস্টের শেষে তিনি একটি হুঁশিয়ারি দিয়ে বলেন, "শেখ রুমিনের মতো রাজনীতিবিদ সাত বার জন্ম নিলেও একজন হাসানাত, আসিফ কিংবা সাদিক কায়েম হতে পারবে না। ...এই বেয়াদবির ফল কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেওয়া হবে।"

প্রকাশের পর পিনাকী ভট্টাচার্যের এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়। এ পর্যন্ত পোস্টটিতে ১ লাখ ১০ হাজারের বেশি ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন, মন্তব্য পড়েছে ১১ হাজারের বেশি এবং এটি ৩ হাজার ২০০ বারের বেশি শেয়ার করা হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে