ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

মায়ের মৃত্যুর খবরে প্রাণ গেলো ছেলের

২০২৫ আগস্ট ২৪ ১২:০৬:১০
মায়ের মৃত্যুর খবরে প্রাণ গেলো ছেলের

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। মায়ের মৃত্যুর খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়ে স্ট্রোক করে মারা গেছেন তারই ছেলে।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মাত্র ১০ মিনিটের ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়। এই ঘটনায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

মারা যাওয়া নারী হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার বাসিন্দা, মৃত আলাউদ্দীনের স্ত্রী চায়না খাতুন (৬৩)।

পরিবার জানায়, বিকেলে প্রেসার বেড়ে বাড়ির সামনে হঠাৎ পড়ে যান চায়না খাতুন। তার মাথায় আঘাত লাগে। দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয় তাকে।

এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে যান চায়না খাতুনের ছেলে সাইফুল ইসলাম (৪০)। চিকিৎসক মাকে জরুরি চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠান।সাইফুল ওয়ার্ডে মায়ের কাছে গিয়ে ওষুধের প্রয়োজন বুঝে ওষুধ কিনে দিয়ে নিচে নেমে আসেন।

কিছুক্ষণ পর তিনি শোনেন—তার মা মারা গেছেন।মায়ের মৃত্যুর খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েন সাইফুল। সঙ্গে সঙ্গে স্ট্রোক করেন এবং অসুস্থ হয়ে পড়েন।তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসিকা বলেন—“মায়ের চিকিৎসা চলছিল হাসপাতালে। পরে মৃত্যুর খবর শুনে ছেলে স্ট্রোক করেন এবং কয়েক মিনিটেই মারা যান। মা-ছেলের এই মৃত্যুতে পুরো হাসপাতাল শোকাহত হয়ে পড়ে।”

মারা যাওয়া সাইফুল ইসলাম ছিলেন চায়না খাতুন ও মৃত আলাউদ্দীনের কনিষ্ঠ পুত্র। একসঙ্গে মা-ছেলের মৃত্যুতে একটি পরিবার ভেঙে চুরমার হয়ে গেছে।এ ঘটনাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার বাগানপাড়া এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে