ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

২ লাখ পর্যটক পাচ্ছেন ফ্রি বিমান টিকিট!

২০২৫ আগস্ট ২১ ১৬:২৩:০৮
২ লাখ পর্যটক পাচ্ছেন ফ্রি বিমান টিকিট!

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটননির্ভর দেশ থাইল্যান্ড আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণে বড় ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে।২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে অন্তত ২ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইট টিকিট দেওয়ার পরিকল্পনা করছে দেশটি।

থাই সরকারের প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক পর্যটকরা যখন থাইল্যান্ডে প্রবেশ করবেন, তখন তারা দেশের অভ্যন্তরে ভ্রমণের জন্য ফ্রি একমুখী বা রিটার্ন ফ্লাইট টিকিট এবং ২০ কেজি লাগেজ সুবিধা পাবেন। এই ভর্তুকির পরিমাণ একমুখী টিকিটে ১,৭৫০ বাথ এবং রিটার্ন টিকিটে ৩,৫০০ বাথ পর্যন্ত হতে পারে।

থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়ামন্ত্রী সরাওয়ং থিয়েনথং জানিয়েছেন, প্রস্তাবিত বাজেট ৭০০ মিলিয়ন বাথ এবং এটি অনুমোদিত হলে ‘Buy International, Free Thailand Domestic Flights’ নামে এ কর্মসূচি চালু করা হবে।এই উদ্যোগ চলবে আগস্ট থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত, এবং পর্যটকদের ভ্রমণের সময় নির্ধারণ করা হয়েছে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত।

অংশীদার এয়ারলাইন্স:

Thai AirAsia

Bangkok Airways

Nok Air

Thai Airways International

Thai Lion Air

Thai VietJet

সরাওয়ং আরও বলেন, ইউনেস্কো স্বীকৃত শহর ও জনপ্রিয় গন্তব্যে পর্যটকদের উৎসাহ দিতেই এ প্রণোদনা।এই উদ্যোগ থেকে সরাসরি ৮.৮১ বিলিয়ন বাথ আয় এবং সামগ্রিকভাবে ২১.৮০ বিলিয়ন বাথ অর্থনৈতিক প্রভাব পড়বে বলে প্রত্যাশা করছে মন্ত্রণালয়।

এ কর্মসূচি ‘Amazing Thailand Grand Tourism and Sports Year 2025’–এর অংশ।জাপানের মডেল অনুসরণে নেওয়া এই উদ্যোগের পর দ্বিতীয় ধাপেও বাজেট বাড়িয়ে ছোট শহর ও বিকল্প গন্তব্য গুরুত্ব পাবে।

দেশীয় পর্যটকদের জন্য ‘হাফ-প্রাইস ট্রাভেল’,এছাড়াও স্থানীয়দের জন্য বিদ্যমান ‘হাফ-প্রাইস থাইল্যান্ড ট্রাভেল’ কর্মসূচিতে ছোট শহরের জন্য এখনো ৫৪,০৭৫টি স্লট খালি রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে