ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

৬ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, নেপথ্যে যে কারণ 

২০২৫ আগস্ট ১৯ ১৭:১২:৫৮
৬ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, নেপথ্যে যে কারণ 

নিজস্ব প্রতিবেদক: ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রে ছয় হাজারেরও বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব শিক্ষার্থীর বিরুদ্ধে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করা, আইন লঙ্ঘন এবং কিছু ক্ষেত্রে সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ রয়েছে।

সোমবার (১৮ আগস্ট) স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে অনলাইন বিবিসি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, যাদের ভিসা বাতিল করা হয়েছে, তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে হামলা, চুরি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং সন্ত্রাসবাদে সমর্থনের মতো অভিযোগ রয়েছে।

রিপোর্টে আরও বলা হয়, অভিবাসন ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর কঠোর নজরদারির অংশ হিসেবেই এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে "সন্ত্রাসবাদে সমর্থন" বলতে ঠিক কী বোঝানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

উল্লেখযোগ্যভাবে, কিছু শিক্ষার্থী ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। প্রশাসনের দাবি, এসব কর্মকাণ্ড ইহুদিবিরোধী ছিল এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বাতিল হওয়া প্রায় ৬ হাজার ভিসার মধ্যে ৪ হাজার ভিসা আইন লঙ্ঘনের কারণে এবং ২০০-৩০০ ভিসা সন্ত্রাসবাদের অভিযোগে বাতিল হয়েছে। যুক্তরাষ্ট্রের আইনে সন্ত্রাসবাদ বলতে বোঝানো হয়—এমন কর্মকাণ্ড যা মানুষের জীবনের জন্য হুমকি তৈরি করে বা মার্কিন আইন ভঙ্গ করে।

এছাড়া, ২০২৫ সালের শুরুতে ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিত করে। পরে জুনে প্রক্রিয়া পুনরায় চালু হলেও ঘোষণা করা হয়, সব আবেদনকারীর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট যাচাই করা হবে। এতে দেখা হবে কেউ যুক্তরাষ্ট্র, তার সংস্কৃতি বা প্রতিষ্ঠান সম্পর্কে বিদ্বেষমূলক কিছু প্রকাশ করেছেন কিনা।

ভিসা অফিসারদের নির্দেশ দেওয়া হয়, এমন আবেদনকারীদের শনাক্ত করতে যারা বিদেশি সন্ত্রাসী সংগঠনের প্রতি সমর্থন জানায়, জাতীয় নিরাপত্তার হুমকি সৃষ্টি করে কিংবা ইহুদিবিরোধী সহিংসতায় জড়িত।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মে মাসে কংগ্রেসে জানান, জানুয়ারি থেকে হাজার হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে। তিনি বলেন, "সর্বশেষ সংখ্যাটি আমি জানি না, তবে আরও অনেকের ভিসা বাতিল হবে। যারা অতিথি হয়ে এসে আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি করছে, তাদের আমরা ছাড় দেব না।"

অন্যদিকে, ডেমোক্রেটরা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে, এটি যথাযথ আইনি প্রক্রিয়ার প্রতি অশ্রদ্ধা এবং বৈষম্যমূলক আচরণের বহিঃপ্রকাশ।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে