ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

১৯ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৫ আগস্ট ১৯ ১৪:৪৯:১৬
১৯ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক)।

তথ্য অনুযায়ী, এদিন ব্যাংকটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৫.৫৬ শতাংশ কমেছে, যার ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান। ফান্ডটির ইউনিট দর ৪০ পয়সা বা ৪.৫৫ শতাংশ কমেছে।

তৃতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ২০ পয়সা বা ৪.০০ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফাস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ৩.৮৫ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি-এর ৩.৮১ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ৩.৭৭ শতাংশ, ফরচুন সুজ লিমিটেডের ৩.৫৯ শতাংশ, ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর ৩.৫৭ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ৩.৩৩ শতাংশ এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দর ৩.২৮ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে