ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

মতিউর-জিয়াকে নিয়ে ইলিয়াসের বিস্ফোরক দাবি

২০২৫ আগস্ট ১৯ ১০:২৫:৫৪
মতিউর-জিয়াকে নিয়ে ইলিয়াসের বিস্ফোরক দাবি

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন দাবি করেছেন, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং সাংবাদিক মঞ্জুর কাদের জিয়াকে গ্রেপ্তার করলেই ১৫ আগস্টে তারকাদের শোক জানানোর নেপথ্যের পুরো রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১২টা ১৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

ইলিয়াস হোসাইন লেখেন, “এবারের ১৫ আগস্টে তারকাদের শোক জানানোর যে বিস্ময়কর ‘মাতম’ দেখা গেছে, তা অতীতে দেখা যায়নি। এমন অনেক তারকাও প্রকাশ্যে পোস্ট দিয়েছেন, যারা সাধারণত রাজনৈতিক বিতর্কে জড়ান না। এটি কোনো স্বতঃস্ফূর্ত বিষয় নয়, বরং সূক্ষ্ম ও পরিকল্পিত একটি প্রক্রিয়ার অংশ।”

তিনি দাবি করেন, এর পেছনে রয়েছে একটি বড় বাজেট এবং একটি সংঘবদ্ধ প্রচার পরিকল্পনা, যার নেতৃত্বে ছিলেন শেখ হাসিনার সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল ইসলাম খোকন। খোকনের সঙ্গে কাজ করেছে নিউইয়র্কের বাংলা মিডিয়ার কিছু ব্যক্তিত্ব, যেমন খালেদ মহিউদ্দিন এবং অভিনেতা জায়েদ খান।

ইলিয়াস আরও লিখেন, “বাংলাদেশ অংশে তারকাদের ‘সহযোগিতা’ ও উৎসাহ দিয়েছে প্রথম আলো। প্রথম আলোর সাংবাদিক মঞ্জুর কাদের জিয়া ও তার স্ত্রী গায়িকা কোনাল, ইউটিউবার তৌহিদ আফ্রিদি এবং আরও কিছু মিডিয়া ব্যক্তিত্বের মাধ্যমে টাকা বিতরণ হয়েছে বলে আমার বিশ্বাস।”

তিনি অভিযোগ করেন, “মুজিব ও মুক্তিযুদ্ধকে কো-রিলেট করে কৌশলে তারকাদের দিয়ে পোস্ট করানো হয়েছে। অনেকেই মেরিল-প্রথম আলো পুরস্কারপ্রাপ্ত। প্রথম আলোর পৃষ্ঠপোষকতাই ছিল মূল উৎসাহ।”

পোস্টের শেষ অংশে ইলিয়াস বলেন, “যদি সত্যি জানার ইচ্ছে থাকে, তবে মতি-জিয়াকে জিজ্ঞাসাবাদ করলেই রহস্য উন্মোচিত হবে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে