ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

কেন্দ্রীয় ব্যাংকের লাল তালিকায় ২০ ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান

২০২৫ আগস্ট ১৭ ১৯:৩৬:২০
কেন্দ্রীয় ব্যাংকের লাল তালিকায় ২০ ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক ২০টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে (এনবিএফআই) ‘লাল তালিকা’ভুক্ত করেছে। এসব প্রতিষ্ঠানের বিতরণ করা ঋণের ৮৩ শতাংশেরও বেশি খেলাপি হয়ে পড়েছে। ফলে আমানতকারীরা সময়মতো তাদের টাকা ফেরত পাবেন কি না, তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, প্রতিষ্ঠানগুলো জামানতের তুলনায় তিন গুণ বেশি ঋণ বিতরণ করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এই ২০টি প্রতিষ্ঠানে গ্রাহকদের আমানতের পরিমাণ প্রায় ২২ হাজার ১২৭ কোটি টাকা। অথচ ডিসেম্বর পর্যন্ত তারা মোট ২৫ হাজার ৮০৮ কোটি টাকার ঋণ দিয়েছে, যার বিপরীতে জামানত রয়েছে মাত্র ৬ হাজার ৮৯৯ কোটি টাকা—ঋণের তুলনায় যা কেবল ২৬.৭৩ শতাংশ। সাধারণ নিয়মে ঋণের ঝুঁকি কমাতে জামানত সমপরিমাণ বা তার বেশি রাখা হয়, কিন্তু এ প্রতিষ্ঠানগুলোতে সেই মানদণ্ড মানা হয়নি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বহু ক্ষেত্রে ঋণ যথাযথ মূল্যায়ন ছাড়া বিতরণ করা হয়েছে এবং জামানত যাচাই কোনো স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়নি। এর ফলে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২১ হাজার ৪৬২ কোটি টাকা। এর মধ্যে এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, বিআইএফসি, ইন্টারন্যাশনাল লিজিং, ইউনিয়ন ক্যাপিটাল, ফার্স্ট ফাইন্যান্স এবং পিপলস লিজিংয়ে খেলাপি ঋণের হার ৯০ শতাংশেরও বেশি।

পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই সংশ্লিষ্ট ২০ প্রতিষ্ঠানের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে—কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। এক সাক্ষাৎকারে ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে অন্তত ১৫টি আর্থিক প্রতিষ্ঠান কার্যত টিকে থাকার মতো অবস্থায় নেই। তাদের খেলাপি ঋণের হার ৮০ থেকে ১০০ শতাংশের মধ্যে হতে পারে। এসব প্রতিষ্ঠান পুনরুদ্ধারে প্রয়োজন হবে প্রায় ৯ হাজার কোটি টাকা।

সালাহউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে