ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

এইচএসি সিকিউরিটিজের বিরুদ্ধে বিএসইসির তদন্ত শুরু

২০২৫ আগস্ট ১৭ ১৯:১৫:২৬
এইচএসি সিকিউরিটিজের বিরুদ্ধে বিএসইসির তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) হোল্ডার এইচএসি সিকিউরিটিজ লিমিটেড-এর বিরুদ্ধে এক বিনিয়োগকারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত মাসের শেষের দিকে জারি করা এক নির্দেশনায় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, শেয়ারবাজার এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য এই তদন্ত শুরু করা হয়েছে।

তিন সদস্যের এতদন্ত কমিটিতে রয়েছেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ এবং সহকারী পরিচালক মো. মারুফ হাসান ও মো. আশরাফুল হাসান। কমিটিকে আদেশ জারির ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ডিএসই ভবনে সদর দপ্তর অবস্থিত এইচএসি সিকিউরিটিজকে কমিশনের এই সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। এ বিষয়ে বিএসইসি-এর মুখপাত্র মো. আবুল কালাম সংবাদ মাধ্যমকে জানান, কমিশন বর্তমানে এইচএসি সিকিউরিটিজে একটি পরিদর্শনও পরিচালনা করছে। কোম্পানিটির ওয়েবসাইট অনুসারে, এইচএসি সিকিউরিটিজের ঢাকা, ফরিদপুর, নারায়ণগঞ্জ, সিলেট এবং পটুয়াখালীসহ সারা দেশে ছয়টি শাখা রয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে