ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ও তার স্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

২০২৫ আগস্ট ১৭ ১৭:১৯:০৭
ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ও তার স্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ, তার স্ত্রী ফেরদৌস আরা বেগমসহ ১৫ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৭ আগস্ট) মামলার বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মামলার এজাহারে বলা হয়, ডেল্টা এক্সেসরিজ লিমিটেডের চেয়ারম্যান ফারুক আহমেদ এবং পরিচালক ফেরদৌস আরা বেগম ব্যাংকিং নিয়ম উপেক্ষা করে অসৎ উদ্দেশ্যে সাউথইস্ট ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে ৯টি ভিন্ন হিসাবের মাধ্যমে ৫৮ কোটি ৯০ লাখ টাকার বেশি ঋণ নেন।

সুদসহ এই ঋণের পরিমাণ ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত দাঁড়ায় ১৫৯ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্যে প্রায় ৯১ কোটি টাকা পরিশোধ করা হলেও বাকি ৬৮ কোটি ২৭ লাখ টাকা পরিশোধ না করে আত্মসাৎ করেন বলে অভিযোগ।

ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ

এ মামলায় ব্যাংকের ১৩ জন কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ঋণ অনুমোদনের অভিযোগ আনা হয়েছে। তারা হলেন:

ইমাম বোখারী (এক্সিকিউটিভ অফিসার)

মোজাম্মেল হক ও মোর্শেদ আলম মামুন (এভিপি ও ফরেন ট্রেড ইনচার্জ)

আনোয়ারুল কবীর (ভাইস প্রেসিডেন্ট)

আব্দুল বাতেন চৌধুরী (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট)

আব্দুস সবুর (সিনিয়র প্রিন্সিপাল অফিসার)

নাসিম সিকান্দার (এসইভিপি)

নাসির উদ্দিন, সরদার হাজ্জাজ, আব্দুর রহমান চৌধুরী, শিল্পী রাণী দাস, শ্যামল কুমার চৌধুরী ও কাজী আবু তাহের (ভাইস প্রেসিডেন্ট পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা)।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদক জানিয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন, যা আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে