ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

সেই রিকশাচালককে নিয়ে সরকারের ব্যাখ্যা 

২০২৫ আগস্ট ১৭ ১৬:০৭:০৯
সেই রিকশাচালককে নিয়ে সরকারের ব্যাখ্যা 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার রোববার (১৭ আগস্ট) এক বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, আজিজুর রহমানকে কী কারণে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি আছে কি না, তা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) খতিয়ে দেখছে।

সরকার আরও জানিয়েছে, আজিজুরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত দ্রুত শেষ করে সাম্প্রতিক সংশোধিত সিআরপিসির ১৭৩(এ) ধারা অনুযায়ী তথ্যপূর্ণ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে একই দিন দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ধানমন্ডি থানার একটি নিয়মিত মামলায় আজিজুর রহমানকে সন্দেহভাজন আসামি হিসেবে ১৬ আগস্ট আদালতে পাঠানো হয়।

তবে ডিএমপি জানায়, অনেক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে এটি একটি হত্যা মামলা। অথচ এটি বাংলাদেশ দণ্ডবিধির (পেনাল কোড) আওতাভুক্ত একটি নিয়মিত মামলা, এবং ‘হত্যা মামলা’ বলে প্রচার সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে