ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে থামছে পতন, লেনদেনে ফিরছে চাঙাভাব

২০২৫ আগস্ট ১৩ ১৫:২৯:১১
শেয়ারবাজারে থামছে পতন, লেনদেনে ফিরছে চাঙাভাব

নিজস্ব প্রতিবেদক: টানা কয়েক দিন যাবত সূচকে ধারাবাহিক পতন হলেও লেনদেনে দেখা যাচ্ছে ধারাবাহিক উত্থান। এতে প্রতীয়মান হয়, বাজারে পতন থামছে, বাড়ছে তারল্য প্রবাহ এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণে লক্ষ্য করা যাচ্ছে নতুন উদ্দীপনা। বাজার সংশ্লিষ্টরা আশাবাদী, আগামীকালই বাজার ঘুরে দাঁড়াতে পারে।

আজ বুধবার (১৩ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১.১১ পয়েন্ট কমলেও লেনদেন দাঁড়িয়েছে ৭০৩ কোটি ৫৪ লাখ টাকায়, যা আগের দিনের তুলনায় বেশি। আগেরদিন মঙ্গলবার সূচক কমেছিল ২৮.৬০ পয়েন্ট এবং লেনদেন হয়েছিল ৬৬৬ কোটি ৫১ লাখ টাকা। তারও আগেরদিন সোমবার ডিএসইর সূচক কমেছিল ৫১ পয়েন্ট এবং লেনদেন হয়েছিল ৬১০ কোটি ৮৬ লাখ টাকা।

এতে দেখা যায়, সূচকের পতন ধারাবাহিকভাবে কমছে। বিপরীতে লেনদেন ধারাবাহিকভাবে বাড়ছে। বাজার বিশ্লেষকদের মতে, সূচকের সামান্য ওঠানামা বাজারের স্বাভাবিক চলাচল। গুরুত্বপূর্ণ বিষয় হলো—লেনদেনের ধারাবাহিক বৃদ্ধি, যা বাজারে নতুন বিনিয়োগ ও ক্রয়চাপের ইঙ্গিত দিচ্ছে। এটি প্রমাণ করে বিনিয়োগকারীরা ভবিষ্যৎ সম্ভাবনার দিকে ইতিবাচক দৃষ্টিতে তাকিয়ে আছেন।

গত সাত কার্যদিবসে ডিএসইর সূচক ২২২ পয়েন্ট কমেছে। এর আগে তিন কার্যদিবসে ডিএসইর সূচক বেড়েছিল ২৩৮ পয়েন্ট। বড় উত্থানের পর বাজারে এমন সমন্বয় দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তারা মনে করছেন, যদি বর্তমান তারল্যের ধারা বজায় থাকে, তাহলে অদূর ভবিষ্যতে সূচকও আবার শক্তিশালী উত্থানে ফিরবে। এতে বাজারে আরও নতুন বিনিয়োগ আসবে এবং তারল্য আরও সুদৃঢ় হবে।

বুধবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৪.৩৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫.৮১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৭.১৬ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২১টির দর বেড়েছে, ২০৩টির দর কমেছে এবং ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ৭০৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৬৬৬ কোটি ৫১ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৫৫ কোটি ৬৫ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৩টির, কমেছে ১০০টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২২.১৬ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৮০.৬৫ পয়েন্ট কমেছিল।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে