ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশি হজযাত্রীদের জন্য সুখবর

২০২৫ আগস্ট ০৯ ১৬:০৯:৪৮
বাংলাদেশি হজযাত্রীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর সৌদি আরবে হজ শেষে বাংলাদেশের হজযাত্রীদের মধ্যে মোট ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, সাশ্রয় এবং প্রযুক্তির সফল ব্যবহার এ সাফল্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন,“প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনুসের আন্তরিক দিকনির্দেশনায় এবারের হজ ব্যবস্থাপনা আন্তর্জাতিক মান অর্জন করেছে এবং বিশ্বের অন্যতম সেরা ব্যবস্থাপনা হিসেবে স্বীকৃতি পেয়েছে।”

চলতি বছর হজ প্যাকেজের খরচ আগের বছরের তুলনায় ৭৩ হাজার টাকা কমানো হয়।মোট ৮৭,১০০ জন হজযাত্রী সফলভাবে হজ পালন করেন।

সীমিত জনবল ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা দিয়েই সম্পন্ন হয় পুরো কার্যক্রম।

নতুন ৩টি সেবা চালু হয়

১. ‘লাব্বাইক’ মোবাইল অ্যাপ – হজসংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা সহজে পেতে

২. রোমিং সুবিধাসম্পন্ন মোবাইল ফোন সেবা

৩. হজ প্রি-পেইড কার্ড – প্রত্যেক হজযাত্রীর হাতে হাতে পৌঁছে দেওয়া হয়

প্রশাসনিক উদ্যোগ

হজ ব্যবস্থাপনায় ব্যয় কমাতে ধর্ম মন্ত্রণালয়ের নিজস্ব জনবল ব্যবহৃত হয়

রাজস্ব খাতে ৩য় ও ৪র্থ শ্রেণির ২৯ জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে

আরও ৩৬টি নতুন পদ সৃজনের প্রক্রিয়া চলছে, যা এখন অর্থ বিভাগের অনুমোদনের অপেক্ষায়

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে