ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

সরকারি কর্মকর্তার অভূতপূর্ব সততা নিয়ে তোলপাড়

২০২৫ আগস্ট ০১ ১৪:০৭:১৯
সরকারি কর্মকর্তার অভূতপূর্ব সততা নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনের স্বচ্ছতা যখন প্রশ্নের মুখে, তখন ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ফেনীর সোনাগাজী উপজেলার বিদায়ী সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান। অনিচ্ছাকৃতভাবে সরকারি অর্থ থেকে সুবিধা নেওয়ার সম্ভাবনা উপলব্ধি করে তিনি ৬৫ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন।

দীর্ঘ ৯ বছর ৩ মাস ১১ দিন সোনাগাজীতে দায়িত্ব পালনের পর সম্প্রতি বদলি হয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলায় যোগদান করেছেন ওয়াহিদুর রহমান। দায়িত্ব পালনের সময় বিদ্যালয়ভিত্তিক নানা কর্মসূচিতে অংশ নিলেও তিনি সরকারি অর্থে কোনো আপ্যায়নের বিপক্ষে ছিলেন। তবুও কোথাও অনিচ্ছাকৃতভাবে তার অজান্তে কোনো খাবার গ্রহণ হয়ে থাকতে পারে—এমন আত্মজিজ্ঞাসা থেকেই ব্যক্তিগতভাবে ৬৫ হাজার টাকা চালানের মাধ্যমে জমা দেন সোনালী ব্যাংক সোনাগাজী শাখায়।

জমা দেওয়া অর্থের মধ্যে রয়েছে—খাবার গ্রহণ বাবদ সম্ভাব্য খরচ: ৫৬,৬০০ টাকা,২০১৬ সালের সাব-ক্লাস্টার প্রশিক্ষণে ২১০ জন উদ্বৃত্ত অংশগ্রহণকারীর অনুপাত অনুযায়ী: ৮,৪০০ টাকা

ওয়াহিদুর রহমান বলেন,“সরকারি অর্থে অনিচ্ছাকৃতভাবে কোনো সুবিধা নেওয়া হয়ে থাকলে আমি তার জন্য দুঃখিত। আমাদের সবার উচিত রাষ্ট্রীয় সম্পদকে নিজের মতো করে ব্যবহার না করে সতর্ক থাকা। প্রতিটি টাকার পেছনে জনগণের শ্রম আছে।”

উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম তাহেরুল ইসলাম বলেন, “এটি বক্তৃতার নয়, বাস্তব সততার দৃষ্টান্ত।”

ইউএনও রিগ্যান চাকমা বলেন, “নিজের বিবেকবোধ থেকে এ সিদ্ধান্ত নেওয়া বর্তমান সময়ের জন্য এক সাহসী বার্তা।”

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদ একে প্রাথমিক শিক্ষা খাতের গর্ব বলে আখ্যায়িত করেছেন।

এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে মো. ওয়াহিদুর রহমান শুধু অর্থ ফেরতই দেননি, বরং নৈতিকতা ও দায়বদ্ধতার অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন। এমন ঘটনা প্রশাসনিক অঙ্গনে স্বচ্ছতা ও সুশাসনের প্রতি আস্থার বার্তা দেয়।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে