ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

ভারতে আটক বাংলাদেশের পরিচিত সেই নোয়েল

২০২৫ আগস্ট ০১ ১০:৪৪:২৫
ভারতে আটক বাংলাদেশের পরিচিত সেই নোয়েল

নিজস্ব প্রতিবেদক: ভারত সফরে গিয়ে বিপাকে পড়েছেন জার্মান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসন। ব্যাঙ্গালুরু শহরের রাস্তায় পারফরম্যান্স করার সময় অতিরিক্ত জনসমাগম সৃষ্টি হওয়ায় পুলিশ তাকে সাময়িকভাবে আটক করে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ইনস্টাগ্রামে ১.১ কোটির বেশি ফলোয়ার থাকা নোয়েল এবং ২ কোটির বেশি ফলোয়ারধারী আরেক জার্মান ইনফ্লুয়েন্সার ইউনেস জারুকে গত ৩০ জুলাই ব্যাঙ্গালুরু পুলিশ হেফাজতে নেয়।

নোয়েল তার চমকপ্রদ স্ট্রিট ডান্স ও আকস্মিক হেয়ারস্টাইল বদলে পারফর্ম করার জন্য পরিচিত। ওই দিনও তার পারফরম্যান্স দেখতে রাস্তার দুই পাশে জড়ো হয় বিপুল সংখ্যক দর্শক। ফলে পুলিশ হস্তক্ষেপ করে এবং জনসমাগম নিয়ন্ত্রণে আনতে তাকে আটক করে।

পরে ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় নোয়েল জানান, “আমাকে মাত্র ১৫ মিনিট আটকে রাখা হয়েছিল এবং ২ ডলার (প্রায় ১৬০ টাকা) জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। আমি প্রথমে ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম জেলে পাঠাবে। তবে এখন আমি নিরাপদ। আমি ভারতকে ভালোবাসি!”

এর আগেও মুম্বাইয়ে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে নাচ করে ভাইরাল হয়েছিলেন নোয়েল। সম্প্রতি তিনি বাংলাদেশ সফরেও এসেছিলেন। ঢাকার সংসদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, লালবাগ কেল্লাসহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান এবং সেখানেও নেচে দর্শকদের মাতান। গুলশানের রাস্তায় তাকে বাংলাদেশের নৃত্যশিল্পী হৃদি শেখের সঙ্গে নাচতেও দেখা গেছে। এছাড়া সঙ্গীতশিল্পী জেফার রহমানের সঙ্গেও তাকে সময় কাটাতে দেখা যায়।

উল্লেখযোগ্যভাবে, একই দিনে ইউনেস জারুকেও বেঙ্গালুরুর চার্চ স্ট্রিট এলাকায় পারফর্ম করার সময় আটক করা হয়। অনুমতি ছাড়া জনসমাগম তৈরি করে ভিডিও ধারণ করায় পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে