ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫
Sharenews24

ইসরাইলের দুই মন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা

২০২৫ জুলাই ৩০ ১৮:১৯:৪৭
ইসরাইলের দুই মন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ইসরাইলের চরমপন্থি দুই মন্ত্রী—জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ—কে নেদারল্যান্ডসে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়া এবং জাতিগত নির্মূলকে সমর্থনের অভিযোগ আনা হয়েছে।

সোমবার রাতে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, “এই দুই মন্ত্রী ফিলিস্তিনিদের বিরুদ্ধে বারবার সহিংসতা উসকে দিয়েছেন। তারা অবৈধ বসতি সম্প্রসারণ এবং গাজায় জাতিগত নির্মূলের পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়েছেন। এটি শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।”

নেদারল্যান্ডস সরকার এই দুই মন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে 'অবাঞ্ছিত ব্যক্তি' ঘোষণা করেছে এবং তাদের নাম শেনজেন অঞ্চলের নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে তারা কেবল নেদারল্যান্ডসেই নয়, ইউরোপের আরও অনেক দেশে প্রবেশে বাধার মুখে পড়তে পারেন।

ডাচ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বেন-গভির এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন,“আমাকে যদি পুরো ইউরোপ থেকেই নিষিদ্ধ করা হয়, তবুও আমি দেশের জন্য কাজ করে যাব। হামাসের উৎখাত এবং আমাদের যোদ্ধাদের পাশে থাকাটাই আমার অঙ্গীকার।”তিনি আরও অভিযোগ করেন, “নেদারল্যান্ডস সন্ত্রাসবাদকে স্বাগত জানায়, কিন্তু একজন ইহুদি মন্ত্রী সেখানে অবাঞ্ছিত।”

ডাচ পররাষ্ট্রমন্ত্রী ভেল্ডক্যাম্প জানান, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে নেদারল্যান্ডস সরকার ইসরায়েলের সামরিক সরঞ্জাম ও দ্বৈত ব্যবহারের পণ্যের ১১টি রপ্তানি লাইসেন্স বাতিল করেছে। যদিও আয়রন ডোম ব্যবস্থার জন্য দুটি লাইসেন্স অনুমোদিত হয়েছে।

তাছাড়া, ইসরাইলি রাষ্ট্রদূতকে জরুরি আলোচনায় তলব করার কথা জানান ডাচ মন্ত্রী। তিনি বলেন,“আমরা স্পষ্ট বার্তা দেব—নেতানিয়াহুর সরকার যেন শান্তিপূর্ণ ও আন্তর্জাতিক আইন মেনে চলা নীতি গ্রহণ করে।”

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে