ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫
Sharenews24

বার্ন ইউনিটে ব্রিফিংয়ে হতাহতদের নিয়ে যা জানালো কর্তৃপক্ষ

২০২৫ জুলাই ২৬ ১৫:৫৫:৫৪
বার্ন ইউনিটে ব্রিফিংয়ে হতাহতদের নিয়ে যা জানালো কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ রোগীদের সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিফিং করেছে কর্তৃপক্ষ। এতে জানানো হয়, চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। তবে আশার খবর হলো, সুস্থ হয়ে বাড়ি ফিরছে দগ্ধ দুই শিশু। বর্তমানে আইসিইউতে ৪ জন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে জানানো হয়।

বার্ন ইনস্টিটিউটের পরিচালক এক সংবাদ সম্মেলনে জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। তাদের একজন সকালে সাড়ে নয়টায় এবং অপরজন দশটার দিকে মারা যান।

এই দুঃসংবাদের মধ্যেও কিছুটা স্বস্তির খবর শুনিয়েছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, দুজন দগ্ধ শিশুকে চিকিৎসার পর সুস্থ হওয়ায় আজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ইনস্টিটিউটের আইসিইউতে ৪ জন রোগী ভর্তি আছেন, যাদের অবস্থা সংকটাপন্ন। এছাড়া আরও ৯ জন রোগীর অবস্থা গুরুতর। সংকটাপন্ন রোগীদের মধ্যে একজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

ব্রিফিংয়ে রোগীদের ব্যক্তিগত তথ্য, যেমন নাম, বয়স বা দগ্ধ হওয়ার মাত্রা প্রকাশ করতে অস্বীকৃতি জানানো হয়। চিকিৎসকরা জানান, রোগীর গোপনীয়তা ও নৈতিকতার স্বার্থে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয়। তারা আরও জানান, বিদেশি বিশেষজ্ঞসহ একাধিক টিম সমন্বয় করে রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং সব সিদ্ধান্ত সম্মিলিতভাবেই নেওয়া হচ্ছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে